সেই সাইফুদ্দিন আবারও...

দক্ষিণ আফ্রিকায় শেষ টি-টোয়েন্টিতে মোহাম্মদ সাইফুদ্দিনের এক ওভার থেকে ৩১ রান নিয়েছিলেন ডেভিড মিলার। ওই দুঃস্বপ্ন এখনো তরতাজা। মাসখানেকের মধ্যে আরও একবার বেদম পিটুনি খেলেন সাইফুদ্দিন। মিলারের পর এবার ড্যারেন স্যামি। পাঁচ ছক্কার পর এবার চার ছক্কা। তবে ৩১ রানের বদলে দিয়েছেন ৩২ রান। তখন দেশের হয়ে সবচেয়ে খরুচে ওভার করেছিলেন, এবার বিপিএলের ইতিহাসেও সবচেয়ে খরুচে ওভারটি করলেন তিনি।
টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষ ব্যাটিং নিয়ে মাঝারি সংগ্রহের দিকেই এগুচ্ছিলো রাজশাহী কিংস। কুমিল্লার হয়ে দারুণ বল করছিলেন সাইফুদ্দিন। প্রথম দুই ওভারে মাত্র ৬ রান দিয়ে পান ২ উইকেট। তৃতীয় ওভারেও পেয়েছেন আরেক উইকেট, ওই ওভারে দিয়েছিলেন ১২ রান।কিছুটা খরুচে। কে জানত শেষ ওভারে অপেক্ষা করছিল আরও ভয়াবহ কিছু।
৩ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট।প্রতি ওভারেই পেয়েছেন একটি করে উইকেট। ইনিংসের শেষ ওভারের জন্য সাইফুদ্দিনকে বেছে নিতে দ্বিধায় পড়ার কোন কারণ নেই তামিম ইকবালের।
১৯ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ ৭ উইকেটে ১৫৩। সব সমীকরণ উলটপালট করে দেন স্যামি। সাইফুদ্দিনের করা শেষ ওভারের প্রথম বলে চার দিয়ে শুরু, পরেরটিতে লং অফ দিয়ে ছক্কা। তিন নম্বর বলে এসেছে ২ রান। চার নম্বর ইয়র্কার মারতে গিয়ে দিয়েছেন হাফভলি, মওকা পেয়ে সোজা গ্যালারির দিকে পাঠান স্যামি। ঘাবড়ে গিয়ে পরের বলটি ওয়াইড দিয়ে দেন সাইফুদ্দিন। বাকি তিন বলে ছক্কা,আবার ওয়াইড, ছক্কা। মোট ৩২। ১৪ বলে ৪৭ রান স্যামির। রাজশাহী পেয়ে যায় ১৮৫ রানের পাহাড়। বিপিএলে সবচেয়ে খরুচে ওভার করে তখন মুখ লুকানোর দশা সাইফুদ্দিনের। এর আগে ২০১৩ মৌসুমে খুলনার নাজমুল হোসেন মিলনের ওভার থেকে ২৯ রান নিয়েছিলেন ক্রিস গেইল।
Comments