বাংলাদেশে গেইল-ম্যাককালামদের রান করা সবচেয়ে কঠিন!

২৫ বলে ৩৩ রান করে আউট হন গেইল। ছবি: প্রবীর দাস

ক্রিস গেইলের সঙ্গে জুটি বেধে ব্যাট করলেন মাশরাফি মর্তুজা। ৬০ রানের সে জুটিতে একজনের একারই ৪২। অথচ অধিকাংশ রান করা এই একজন গেইল নন, মাশরাফি! খেলা না দেখলে এমন তথ্যে চোখ বড় বড় হয়ে যেতেই পারে। ১৭৭ রান তাড়ায় হাঁসফাঁস করতে করতে আউট হয়েছেন ম্যাককালাম, গেইলও ছিলেন অস্বস্তিতে আর মাশরাফি কিনা পিটিয়ে ছাতু বানালেন বোলারদের।

ক্রিস গেইল,  ব্র্যান্ডন ম্যাককালাম টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বিস্ফোরক দুই ব্যাটসম্যান। গেইল তো বিপিএলেও বারবার দেখিয়েছেন তার দাপট। এবার এসে দুই ফিফটি পেয়েছেন, তবে গেইলের নামের সঙ্গে খুব বড় কিছু নয়। ওদিকে বিপিএলে প্রথমবার এসে এখনো স্বরূপে ফিরতে পারেননি ম্যাককালাম। কেন এই হাল। মাশরাফি মত, বাংলাদেশ নাকি দ্রুত রান তোলার জন্য সবচেয়ে কঠিন, ‘ওরা চেষ্টা করছে। বাংলাদেশে যেটা হয়, এই উইকেটে রান করা খুবই কঠিন। আমার কাছে মনে হয়, সবচেয়ে কঠিন টি-টোয়েন্টি টুর্নামেন্টের একটি বাংলাদেশে। কারণ বাংলাদেশে রান করা এত সহজ নয়। উইকেট হঠাৎ করে অসমান হয়ে যায়, হুট করে ধীরগতির হয়। আবার খুব ভালো করলে রান করা সহজ।’

আট খেলার চারটা জিতে মাশরাফিরা আছেন টেবিলের চার নম্বরে। শেষ চার নিশ্চিত করতে হাতে আছে অনেক খেলা। আরও বড় পরিসরেই বড় তারকাদের জ্বলে উঠার প্রতীক্ষায় অধিনায়ক, ‘ওদের জন্য কাজটা কঠিন। ওরা চেষ্টা করছে। নিজেরাও ভাবছে এটা নিয়ে। আশা করব, সামনে বড় বড় ম্যাচে ওরা জ্বলে উঠলে আমরা শেষ চারে থাকব।’

​গেইলের সঙ্গে ব্যাট করে সব আলো কেড়ে নিয়েছিলেন মাশরাফিই। অধিনায়কের চার-ছয়ের তাণ্ডবে গেইল ছিলেন নিরব দর্শক। অধিনায়ক অবশ্য গেইলকেই রাখছেন মাথায়, ‘গেইলের রেকর্ড দারুণ। সাড়ে ১০ হাজার রান করেছে এই সংস্করণে। সে এই সংস্করণের রাজাদের একজন। ওর আশপাশে আসলে কেউ নেই…।’

Comments

The Daily Star  | English

Yunus sets December deadline for polls preparations

Says presiding or polling officers in past three elections should not be reappointed to the same roles where possible

6m ago