‘পদ্মাবতী’-র মুক্তি প্রসঙ্গ

এবার যুক্তরাজ্যের সিনেমা হল জ্বালিয়ে দেওয়ার হুমকি

দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর ও রণবীর সিং অভিনীত ‘পদ্মাবতী’ নিয়ে চলমান বিতর্ক এখন ছড়িয়ে পড়ছে ভারতের বাইরেও। ভারতে ছবিটির পরিচালক-শিল্পী-কলা-কুশলীদের ওপর হামলা-মামলাসহ বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখানোর পাশাপাশি এবার সাত সমুদ্র তের নদীর ওপারে যুক্তরাজ্যেও উঠেছে সিনেমা হল জ্বালিয়ে দেওয়ার হুমকি।
Padmavati
‘পদ্মাবতী’ চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: ‘পদ্মাবতী’-ন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর ও রণবীর সিং অভিনীত ‘পদ্মাবতী’ নিয়ে চলমান বিতর্ক এখন ছড়িয়ে পড়ছে ভারতের বাইরেও। ভারতে ছবিটির পরিচালক-শিল্পী-কলা-কুশলীদের ওপর হামলা-মামলাসহ বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখানোর পাশাপাশি এবার সাত সমুদ্র তের নদীর ওপারে যুক্তরাজ্যেও উঠেছে সিনেমা হল জ্বালিয়ে দেওয়ার হুমকি।

নিজের দেশ ভারতে ‘পদ্মাবতী’-র মুক্তি আটকে গেলেও ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন (বিবিএফসি) যুক্তরাজ্যে ছবিটির মুক্তির বিষয়ে সবুজ সঙ্কেত দেয় গত ২৩ নভেম্বর। এতে বলা হয়, পরিচালক সঞ্জয় লীলা বানশালি তাঁর ঐতিহাসিক ছবিটি আগামী ১ ডিসেম্বরে মুক্তি দেওয়ার যে ঘোষণা দিয়েছেন তা যুক্তরাজ্যে প্রদর্শনীর মাধ্যমে রক্ষা করা যেতে পারে।

তবে ভারতের মানুষের কাছেই ১৪ শতকের রাজস্থানের রাজপুত রানি পদ্মিনীর জীবনী-ভিত্তিক ‘পদ্মাবতী’-কে আগে তুলে ধরতে বেশি আগ্রহী ছবিটির প্রযোজনা সংস্থা। যুক্তরাজ্যে ছবিটির মুক্তির বিষয়টি পরিষ্কার ভাষায় নাকচও করে দেন তারা। এই সিদ্ধান্তকে হাসি মুখে মেনেও নেয় ব্রিটিশ পরিবেশনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স।

কিন্তু, এতেও থামেনি ‘পদ্মাবতী’-বিরোধীদের উষ্মা। তাদের দাবি, ‘পদ্মাবতী’-তে ইতিহাসের বিকৃতি ঘটেছে। তাই, বিতর্কিত দৃশ্যগুলো বাদ না দেওয়া পর্যন্ত কোন অবস্থাতেই এর মুক্তি দেওয়া যাবে না।

এদিকে, লন্ডন-ভিত্তিক একটি হিন্দু দাতব্য প্রতিষ্ঠান ‘রাজপুত সমাজ অব ইউকে’ হুমকি দিয়ে বলেছে, যদি তাদের শান্তিপূর্ণ প্রতিবাদকে ব্রিটেনের সরকার আমলে না নেয় তাহলে সন্ত্রাসের পথ বেছে নিতে বাধ্য হবে তারা।

তাদের বক্তব্য, ব্রিটিশ সেন্সর বোর্ড একটি সিনেমায় প্রদর্শিত সহিংসতা, ভাষা ও কটু দৃশ্যের প্রতি নজর দিয়ে থাকে। তারা সিনেমায় ঐতিহাসিক সত্যতা নিয়ে মাথা ঘামায় না।

দাতব্য সংস্থাটির সঙ্গে সুর চড়িয়ে রাজস্থানের উগ্রপন্থি দল করণী সেনা-র যুক্তরাজ্য শাখা হুমকি দিয়েছে বিতর্কিত অংশগুলো বাদ না দিয়ে ‘পদ্মাবতী’ যদি ব্রিটেনের কোন একটি সিনেমা হলে দেখানো হয় তাহলে সেটি জ্বালিয়ে দেওয়া হবে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।

Comments

The Daily Star  | English

Dhaka's rail link with most of Bangladesh snapped after derailment in Tejgaon

Railway operation between Dhaka and most of the country was suspended after a train derailed hitting a crane in the Tejgaon area in the capital this evening.

2h ago