উইকেট পেয়ে কেন ‘নাগিন নাচ’, জানালেন নাজমুল
বিপিএলের আগের আসরে নাজমুল ইসলাম অপু খেলেছিলেন রাজশাহী কিংসে। সেবার থেকেই উইকেট পেয়ে ‘নাগিন নাচ’ দিয়ে উদযাপন করেন তিনি। এবার রংপুর রাইডার্সের হয়েও চলছে নাজমুলের নাগিন উদযাপন।
মঙ্গলবার সিলেট সিক্সার্সকে হারানোর ম্যাচে এমন উদযাপনের উপলক্ষ তিনবার পেয়েছেন নাজমুল। চার ওভার বল করে ১৮ রানে নিয়েছেন তিন উইকেট। সিলেটের সর্বোচ্চ স্কোরার বাবর আজমকে করেছেন রানআউট। ম্যাচ শেষে জানালেন নাগিন নাচের পেছনের গল্প।
‘আগেরবার রাজশাহী খেলার সময় ড্যারেন স্যামিকে স্নেকগিরি দেখালে ভয় পেত, মজাও পেত। ওর কাছ থেকেই শুরু। তারপর একদিন ম্যাচে করতে করতে এখন হয়ে গেছে। এভাবেই আসছে।’
সুযোগ পেলেই ভাল করছেন নাজমুল। কোচ টম মুডির কাছ থেকে পাচ্ছেন টোটকা। কখনো ম্যাচ না খেললেও নিজেকে শাণিত রাখার কাজ থামছে না, ‘এই বিপিএলে অনেক কিছুই শিখছি। কোচ নিজের হাতে কিছু কিছু কাজ করাচ্ছে। যেমন শেষ তিন ম্যাচের পর আমি চার ম্যাচ খেলিনি। আমাদের এক্সট্রা নিয়ে কাজ করছেন। আমি সাইড ওয়াইজ বল করতে চাইতাম। কীভাবে করতে হবে সেটা জানতাম না। কোচ বললেন যে এই অ্যাঙেলে
করলে এটা হবে। ওভাবে করতে গিয়ে দেখলাম যে খুব ভালো। অ্যাঙ্গেলটা বদলেছে।’
সিলেটকে হারিয়ে পাঁচ জয়ে ১০ পয়েন্ট পেয়ে গেছে রংপুর। পরের রাউন্ডের পথে এগিয়ে গেছে অনেকখানি। তাতে বড় অবদান অধিনায়ক মাশরাফির, ‘ভাই খুব ভালো টাচে আছে। হচ্ছে সব কিছু।’
আগের ম্যাচে গেইল স্ট্রাইক দিচ্ছিলেন মাশরাফিকে। মাশরাফি মারছিলেন চার-ছয়। ওটা নাকি ছিল পরিকল্পনারই অংশ, 'শেষ ম্যাচে ক্রিস গেইল যখন ব্যাটিং করছিল তখন মাশরাফি ভাই যায়। পরিকল্পনা ছিল মাশরাফি ভাই যতক্ষণ ক্রিজে থাকবে ততক্ষণ মাশরাফি ভােই অ্যাটাক করবে। ক্রিস গেইল স্ট্রাইক দিবে। কারণ ক্রিস গেইল যদি উইকেটে থাকে তাহলে প্রত্যেকটা বোলারের একটা চাপ থাকে যে কখন কি হবে কখন কি হবে।'
Comments