সাংবাদিক লাঞ্ছনায় ঢাবির ৪ ছাত্রকে পুলিশে সোপর্দ

সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে পুলিশের সোপর্দ
সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে পুলিশের সোপর্দ করে ঢাবি কর্তৃপক্ষ। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত রাতে দুই জন সাংবাদিককে লাঞ্ছিত করায় চার ছাত্রকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রাতেই তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ওই চার ছাত্র হলেন: ফার্সি ভাষা ও সংস্কৃতি বিভাগের আহমেদ ফয়সাল, যোগাযোগ বৈকল্য বিভাগের আনোয়ারুল কবির, ইংরেজি বিভাগের তোফায়েল হোসেন ও আশরাফিল ইসলাম সাকিব। এদের মধ্যে আহমেদ ফয়সাল ঢাবি শাখা ছাত্রলীগের বিজয় একাত্তর হল ইউনিটের সহকারী সাধারণ সম্পাদক।

লাঞ্ছিত দুই সাংবাদিকের একজন মাসুম বিল্লাহ বিডিনিউজের ও অপর নারী সাংবাদিক চ্যানেল ২৪ এ কর্মরত। মাসুম বিল্লাহ জানান, গতকাল রাত ১০টার দিকে কলা ভবনের সামনে তারা দাঁড়িয়ে ছিলেন। এসময় ওই চার জন তাদের পরিচয় জিজ্ঞাসা করেন। ঢাবির সাবেক ছাত্র পরিচয় দেওয়ার পরও তারা তাদের সাথে কথা কাটাকাটি শুরু করেন। এক পর্যায়ে তাদের ওপর শারীরিকভাবে আক্রমণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তিনি একজনকে ধরে ফেলেন।

ঢাবির প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, হামলাকারী ছাত্রদের গতকাল রাতেই শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই চার জন শাহবাগ থানায় ছিলেন। তবে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়নি।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

27m ago