টিম ভুবন মাঝি ভারতে

টিম ‘ভুবন মাঝি’ এখন কলকাতায়। দক্ষিন ভারতের হায়দ্রাবাদে ‘অল লাইটস ইন্ডিয়া ইন্টারন্যাশল ফিল্ম ফেস্টিভাল-২০১৭’ চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর ভিন্নধারার এই চলচ্চিত্র।
Bhuban Majhi
‘ভুবন মাঝি’ চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

টিম ‘ভুবন মাঝি’ এখন কলকাতায়। দক্ষিন ভারতের হায়দ্রাবাদে ‘অল লাইটস ইন্ডিয়া ইন্টারন্যাশল ফিল্ম ফেস্টিভাল-২০১৭’ চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর ভিন্নধারার এই চলচ্চিত্র।

চলচ্চিত্রটির মুখ্য অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়া বাকি প্রায় সবাই এই উৎসবে যোগ দেবেন।

‘ভুবন মাঝি’র নির্মাতা ফাখরুল আরেফিন খানের নেতৃত্বে ১০ জনের দল বুধবার সকালে ঢাকা ক্যান্টমম্যান্ট স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেসে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। রাতেই তারা কলকাতায় পৌঁছান। বৃহস্পতিবার সারাদিন কলকাতায় কাটিয়ে আবার রাতের ফ্লাইটে হায়দ্রাবাদের উদ্দেশে কলকাতা ত্যাগ করবেন।

হায়দ্রাবাদের এই চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন ‘ভুবন মাঝি’র প্রধান অভিনেত্রী অপর্ণা ঘোষ, অভিনেতা মাজনুন মিজান, কাজী নওশাবা আহমেদ, মামুনুর রশীদ, শুভাশিষ ভৌমিক, ওয়াকিল আহাদ, লালিম হক প্রমুখ।

তবে ‘ফেলুদা’-এর ওয়েব সিরিজ নির্মাণে ব্যস্ততার কারণে পরমব্রত চট্টোপাধ্যায় হায়দ্রাবাদে যেতে পারছেন না।

নির্মাতা ফাখরুল আরেফিন খান জানিয়েছেন, আগামী ৪ ডিসেম্বর দুপুরে উৎসবে ‘মোস্ট ওয়াচ’ বিভাগের প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ভুবন মাঝি।

টিম ‘ভুবন মাঝি’ ৫ ডিসেম্বর কলকাতায় ফিরবে এবং পরের দিন ৬ ডিসেম্বর ঢাকার উদ্দেশ্যে কলকাতা ছেড়ে যাবে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago