পোপ ফ্রান্সিসকে ঢাকায় লাল গালিচা সম্বর্ধনা

pope Francis guard of honour in Dhaka
৩০ নভেম্বর ২০১৭, বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সুসজ্জিত সদস্যরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোপ ফ্রান্সিসকে গার্ড অব অনার প্রদান করেন। ছবি: রয়টার্স

বিশ্বের একশ বিশ কোটি ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান নেতা পোপ ফ্রান্সিস ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাঁকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়।

তিনদিনের বাংলাদেশ সফরে আজ বিকেল ৩টায় বিমানবন্দরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় দুটি শিশু পোপের হাতে ফুলের তোড়া তুলে দেয়। পোপের আগমন উপলক্ষে ২১ বার তোপধ্বনিও দেওয়া হয়।

বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সুসজ্জিত সদস্যরা পোপকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় তাঁকে রাষ্ট্রীয় সালাম দিলে পোপ তা গ্রহণ করেন।

উল্লেখ্য, মিয়ানমারে তিনদিনের সফর শেষে পোপ বাংলাদেশে এসেছেন।

Comments

The Daily Star  | English

Conspiracy rife to wipe out Tarique Rahman: Fakhrul

He also said the propaganda against BNP is part of a deliberate conspiracy to destroy nationalist forces

43m ago