রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন পোপ
রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন সফররত ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
আজ (৩০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় পোপ এই আহ্বান জানান।
বক্তব্যে মিয়ানমারে হত্যা-নির্যাতনের শিকার হয়ে বাস্তুহারা রোহিঙ্গাদের নাম উল্লেখ না করে তিনি বলেন, “এই চরম সংকট থেকে উত্তরণের জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরো বলেন, গণ-বিতাড়িত হওয়া এই মানুষগুলোর দুঃখের পেছনে যে রাজনৈতিক কারণ রয়েছে এর সমাধান করতে হবে। পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেওয়া এই মানুষগুলো যে মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে তা দূর করতে ত্রাণ সহায়তা দেওয়া খুবই জরুরি।
পোপ বলেন, “শরণার্থী শিবিরগুলোতে যারা গাদাগাদি করে আশ্রয় নিয়েছেন তাদের এমন চরম সংকটের কথা ভুলে যাওয়া যাবে না।”
উল্লেখ্য, মিয়ানমারে তিনদিনের সফর শেষে বাংলাদেশে তিনদিনের সফরে আজ বিকেলে ঢাকায় আসেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান পোপ ফ্রান্সিস।
আরো পড়ুন:
Comments