ঢাকাকে হারানোর ম্যাচে তামিম ও কুমিল্লার জরিমানা
ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে পয়েন্টের এক নম্বরে থেকে শেষ চার নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দারুণ খেলোয়াড়ি মনোভাব দেখিয়ে বাহবা কুড়াচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল। তবে ওই ম্যাচে ধীরগতির ওভার রেটের কারণে জরিমানা গুণতে হচ্ছে তামিম ও পুরো দলকে।
চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে বুধবার রাতে নির্ধারিত সময়ে শেষ করতে পারেননি তামিম। সকল দিক পর্যালোচনায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ঘাটতি ছিল দুই ওভার। আর সেকারণেই অধিনায়ক হওয়ায় ম্যাচ দির ৪০ শতাংশ ও বাকিদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।
ম্যাচ শেষে আম্পায়ারদের আনা অভিযোগ স্বীকার করে নিলে আলাদা করে আর শুনানি হয়নি। এরআগে একই কারণে জরিমানা হয়েছিল রংপুর রাইডার্স ও মাশরাফি মর্তুজার। সিলেট পর্বে শাস্তি হয়েছিল নাসির হোসেন ও সিলেট সিক্সার্সের।
Comments