আনিসুলের প্রতি শ্রদ্ধায় খেলার আগে এক মিনিট নীরবতা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
দুদলের ক্রিকেটার, আম্পায়ার, সংশ্লিষ্টরাসহ দর্শকরাও এই শ্রদ্ধা নিবদনে অংশ নেন।শনিবার সকালেই যুক্তরাজ্যে থেকে মেয়রের মরদেহ ঢাকায় পৌঁছেছে। আর্মি স্টেডিয়ামে জানার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা কথা রয়েছে।
শনিবার দুপুর ১টায় প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলছে রংপুর রাইডার্স। সন্ধ্যায় রাজশাহী কিংস খেলবে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। আনিসুল হকের মৃত্যুতে কালো ব্যাজ পরে খেলতে নামার কথা জানিয়েছে রাজশাহী কিংসও।
নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই যুক্তরাজ্যে বেড়াতে গিয়ছিলেন আনিসুল ও তাঁর স্ত্রী রুবানা হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকেরা পরে তার মস্তিষ্কে প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ শনাক্ত করেন। প্রায় চারমাস চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তার মৃত্যুর খবর জানানো হয়।
২০১৫ সালে আওয়ামীলীগ এর মনোনয়ন নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন আনিসুল। দায়িত্বকালীন সময়ে নানা কাজের জন্য প্রশংসিত হয়েছিলেন তিনি।
Comments