রাতের আকাশে ‘সুপার মুন’
চাঁদ নিয়ে কত না গল্প-কবিতা সৃষ্টি হয়েছে যুগে যুগে। চাঁদের আলোয় ভিজেছে কত না প্রাণ। পৃথিবীর এই নিকটতম প্রতিবেশীকে নিয়ে মানুষের আগ্রহের যেন সীমা নেই। তাই কত নামেই ডাকা হয় তাঁকে। সচরাচর চাঁদকে যে আকৃতিতে দেখা যায় আজ (৩ ডিসেম্বর) রাতে এর ব্যতিক্রম হবে। বিজ্ঞানীদের চোখে এমন চাঁদের খ্যাতি রয়েছে ‘সুপার মুন’ হিসেবে।
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব খানিকটা কমে যাওয়ায় পৃথিবীর একমাত্র উপগ্রহটিকে আজ স্বাভাবিক অবস্থা থেকে শতকরা ১৪ ভাগ পর্যন্ত বেশি বড় এবং ৩০ ভাগ পর্যন্ত বেশি উজ্জ্বল দেখা যাবে।
গত ১ ডিসেম্বর নাসার এক বার্তায় বলা হয়েছে, আকাশ প্রেমীরা আগামী দুই মাসে একটি চন্দ্রগ্রহণসহ পরপর তিনবার ‘সুপার মুন’ দেখার সুযোগ পাবেন। এর মধ্যে একটি ‘সুপার মুন’ হচ্ছে ‘এক্সট্রা স্পেশাল’।
আজকের পরে বাকি ‘সুপার মুন’ দেখা যাবে আগামী ১ ও ৩১ জানুয়ারি।
বার্তায় আরো বলা হয়, শেষ জানুয়ারির ‘সুপার মুন’-টি থাকবে রাহুর গ্রাসে। উত্তর আমেরিকা, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে সেই গ্রহণ। বাড়তি হিসেবে পাওয়া যাবে চাঁদের ‘লালাভ’ রূপ।
নাসার মতে, “এমন একটি চাঁদ দেখতে পাওয়া আমাদের জন্যে বিশাল সুযোগ বৈকি”।
Comments