ঢাকায় রোবট সোফিয়া, কাল আসবে জনসমক্ষে

হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকসের তৈরি করা আলোচিত রোবট সোফিয়া এখন ঢাকায়। আগামীকাল ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড এক্সপোজিশনে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নারীর অবয়বে গড়া এই রোবট প্রদর্শিত হবে।
রোবট সোফিয়া
নারীর আদলে গড়া রোবট সোফিয়া।

হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকসের তৈরি করা আলোচিত রোবট সোফিয়া এখন ঢাকায়। আগামীকাল ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড এক্সপোজিশনে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নারীর অবয়বে গড়া এই রোবট প্রদর্শিত হবে।

রোবট সোফিয়াকে বাংলাদেশে এনেছে বিজ্ঞাপনী সংস্থা গ্রে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গওসুল আলম শাওন আজ সকালে দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল মধ্যরাতে রোবট সোফিয়া ঢাকায় এসে পৌঁছেছে। রোবটটিকে একটি হোটেলে রাখা হয়েছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল শুরু হয়ে শনিবার পর্দা নামবে ডিজিটাল ওয়ার্ল্ড এক্সপোজিশনের। কাল দুপুর আড়াইটা থেকে ৪টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে রোবট সোফিয়া। সেখানে উপস্থিত লোকজনের নানা প্রশ্নের উত্তর দেওয়ার কথা রয়েছে তার।

সোফিয়াকে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। রিয়াদে প্রদর্শনের সময় রোবটটির কৃত্রিম বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে তাৎক্ষণিকভাবে তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল।

কৃত্রিম বুদ্ধিমত্তা, ভিজুয়াল ডেটা প্রসেসিং ও ফেসিয়াল রিকগনিশন পদ্ধতিতে কাজ রোবটটি। ২০১৫ সালের ১৯ এপ্রিল সোফিয়াকে চালু করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে সোফিয়া। ইতিমধ্যেই সে পৃথিবীর বিভিন্ন জায়গায় গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে প্রশ্নের জবাব দিয়েছে। শুধু তাই নয় উপযুক্ত পরিস্থিতিতে সে হাসতে পারে এমনকি কৌতুকও বলতে পারে।

Click here to read the English version of this news

 

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

7h ago