গুজরাট নির্বাচনের ওপর ঝুলছে ‘পদ্মাবতী’-র ভাগ্য

Padmavati
ছবিটি ‘পদ্মাবতী’ চলচ্চিত্রের অফিসিয়াল ফেসবুক থেকে নেওয়া

দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহিদ কাপুরের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্বনামধন্য নির্মাতা সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবতী’ দেখার জন্যে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিলো গত ১ ডিসেম্বর। কিন্তু, ইতিহাস বিকৃতির বিতর্কে উত্তাল হয়ে উঠে ‘পদ্মাবতী’-র বিরোধীরা। অবশেষে, ভারতীয় সেন্সর বোর্ডে আটকে যায় ছবিটি।

তবে এ বিতর্ক এবং বিতর্ককে ঘিরে হামলা, পরিচালক-শিল্পী-কলা-কুশলীদের হত্যার হুমকি ইত্যাদি ঘটনাকে ছবিটির জন্যে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন অনেকেই। কেননা, ‘পদ্মাবতী’-র পক্ষের মানুষেরা মনে করেন চিরদিনের জন্যে এই ছবিটিকে আটকে দেওয়া সম্ভব নয়। তাই তাঁরা রয়েছেন ছবিটির মুক্তির অপেক্ষায়।

কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শীঘ্রই আসছে ‘পদ্মাবতী’-র আনুষ্ঠানিক মুক্তির খবর। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস (ডিএনএ)-এর এক খবরে প্রকাশ, ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আগামী ৯ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত গুজরাটে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার উপর দৃষ্টি রাখতে চাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই নির্বাচনে কট্টরপন্থিদের প্রতি জনসমর্থন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বানশালি ডিএনএ-কে বলেন, তাঁর নীরবতায় লোকজনদের মনে হতে পারে যে এই বিতর্কের কাছে হয়তো তারা পরাজিত হচ্ছেন। তবে বিতর্কের ব্যাপকতায় তিনি বিব্রত হয়েছেন বলেও জানান। সে জন্যে দেশটির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করে বানশালি ‘পদ্মাবতী’-র নির্বিবাদ মুক্তির বিষয়ে কথা বলার প্রাথমিক সিদ্ধান্তও নিয়েছেন।

তবে, বিভিন্ন সংবাদ বিশ্লেষণে বলা হয়েছে, ‘পদ্মাবতী’-র অনেক কিছুই নির্ভর করছে গুজরাট নির্বাচনের ওপর।

Comments

The Daily Star  | English

Israeli strike hits military base south of Tehran

An Israeli attack on Saturday in Iran's west killed at least five army personnel and wounded nine others, Iranian media reported

2h ago