বিপিএলের প্লে অফের লাইনআপ চূড়ান্ত
বুধবার ঢাকা ডায়নামাইটস রংপুর রাইডার্সকে হারিয়ে দেওয়ায় চূড়ান্ত হয়ে গেছে বিপিএলের প্লে অফের লাইনআপ। খুলনাকে টপকে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার প্রতিপক্ষ সাকিবরা। এলিমিনেটর খেলে ফাইনালের দৌঁড়ে এগুতে হবে রংপুর, খুলনাকে।
৮ ডিসেম্বর দুপুর ২টায় এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। এই ম্যাচে হেরে যাওয়া দল বিদায় নেমে টুর্নামেন্ট থেকে। জয়ী দল খেলবে ১০ তারিখের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে।
৮ তারিখ সন্ধ্যা ৭টায় প্রথম কোয়ালিফায়ারে লড়বে দুই টেবিল টপ ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের মধ্যে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলেরও থাকছে সুযোগ। তারা খেলবে ১০ তারিখের দ্বিতীয় কোয়ালিফায়ারে। ওইদিন সন্ধ্যা ৬টায় এলিমিনেটর ম্যাচে জয়ী দল হবে তাদের প্রতিপক্ষ।
প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জেতা দুই দল ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শিরোপার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
Comments