এবার মেসিকে হারিয়ে ব্যালন ডি’অরও জিতলেন রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো
ব্যালন ডি'অর হাতে রোনালদো। ছবি: এএফপি

ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার জেতার পর এবার লিওনেল মেসিকে হারিয়ে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অরও জিতে নিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ব্যালন ডি'অর জেতায় এখন মেসি-রোনালদো দুজনেই সমানে সমান। 

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে প্যারিসের আইফেল টাওয়ারে সেরা ফুটবলার হিসেবে রোনালদোর নাম ঘোষণা করে বিখ্যাত ফরাসী স্পোর্টস ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল।’

গত মৌসুম দারুণ কাটে রোনালদোর। রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ। দলের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন তিনিই। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে স্পর্শ করেন ৫০ গোলের মাইলফলক। গড়েন টানা দুই হ্যাটট্রিকের রেকর্ড।

এতসবের পর চলতি বছর ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ অনুমিতইভাবেই জেতেন তিনি। এবার জিতলেন ব্যালন ডি’অরও।

২০০৮ সালে ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর আলাদাভাবে জিতেছিলেন রোনালদো। এই দুই পুরষ্কার একীভূত হওয়ার পর ২০১৩ ও ২০১৪ সালেও তা নিজের করে নেন পর্তুগিজ সুপারস্টার। দুই পুরষ্কার আলাদা হয়ে যাওয়ার দুটিতেই বাজিমাত রোনালদোর।



দুই সেরার ব্যালন ডি’অর জেতার বছর



ক্রিস্তিয়ানো রোনালদো- ২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭

লিওনেল মেসি-  ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫

 

Comments

The Daily Star  | English

Former Narayanganj mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago