বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
রাজধানীর বাড্ডা থানা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আজ (৮ ডিসেম্বর) ভোরে ‘বন্দুকযুদ্ধে’ দুজন অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, বাড্ডার আফতাবনগর এলাকায় পুলিশের গোয়েন্দা সংস্থার (ডিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর ২৫ থেকে ৩০ বছর বয়সের দুই যুবককে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।
এরপর, আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা আজ সকাল ৬টার দিকে তাদের মৃত ঘোষণা করেন, বলেন ওসি।
Comments