রোকেয়া দিবসে গুগলের ডুডল

উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৭ তম জন্ম ও ৮৫তম প্রয়াণ দিবসে সার্চ ইঞ্জিন গুগল তার হোমপেজে বিশেষ ডুডল দিয়েছে। বই হাতে সাদা শাড়ি ও চশমা পরিহিতা হিসেবে উপস্থাপন করা রোকেয়ার ছবিতে ক্লিক করলে তার সম্পর্কে নানা তথ্য প্রদর্শন করছে গুগল।
বেগম রোকেয়া দিবসে গুগলের ডুডল
বাংলাদেশ থেকে গুগলে ঢুকলেই এই ডুডলটি প্রদর্শন করা হচ্ছে।

উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৭ তম জন্ম ও ৮৫তম প্রয়াণ দিবসে সার্চ ইঞ্জিন গুগল তার হোমপেজে বিশেষ ডুডল দিয়েছে। বই হাতে সাদা শাড়ি ও চশমা পরিহিতা হিসেবে উপস্থাপন করা রোকেয়ার ছবিতে ক্লিক করলে তার সম্পর্কে নানা তথ্য প্রদর্শন করছে গুগল।

বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ সালে রংপুর জেলার মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামে। ১৯৩২ সালে মাত্র ৫২ বছর বয়সে তিনি মারা যান। তিনি তার কর্ম ও লেখালেখিতে চিরদিন নারীমুক্তি আন্দোলন চালিয়েছেন। আজকের দিনটি বাংলাদেশে রোকেয়া দিবস হিসেবে পালিত হচ্ছে।

রোকেয়া তার সময়ের রক্ষণশীল মুসলিম সমাজে নারীশিক্ষা প্রসারে নানা প্রতিকূলতা মোকাবেলা করে অগ্রসর হয়েছেন। নারী পুরুষের বৈষম্যের পেছনে শিক্ষার অভাবকে মূল কারণ মনে করতেন বেগম রোকেয়া। অশিক্ষার অন্ধকার থেকে সমাজকে মুক্তি দিতে মাত্র ৮ জন ছাত্রী নিয়ে শাখাওয়াত মেমোরিয়াল স্কুল চালু করেন।

রোকেয়ার সবচেয়ে উল্লেখযোগ্য নারীবাদী রচনা Sultana’s Dream। পরবর্তীতে ‘সুলতানার স্বপ্ন’ নামে এটি বাংলায় অনুবাদ করা হয়। তার অন্যান্য গ্রন্থগুলি হল : পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

4h ago