রোকেয়া পদক পেলেন পাঁচ জন
সমাজ ও নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর পাঁচ জন রোকেয়া পদক পেয়েছেন।
তারা হলেন—মুক্তিযোদ্ধা ও সংগঠক মাজেদা শাখাওয়াত আলী, সাংবাদিক মাহফুজা খাতুন বেবি মওদুদ (মরণোত্তর), শিল্পী সুরাইয়া রহমান, লেখিকা শোভা রানী ত্রিপুরা ও সমাজকর্মী মাসুদা ফারুক রত্না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিজয়ী ও তাদের পরিবারের সদস্যদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
অবিভক্ত বাংলায় নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার নামে ১৯৯৫ সালে বাংলাদেশ সরকার এই পুরস্কার চালু করে। প্রতি বছর রোকেয়ার জন্ম ও প্রয়াণ দিবসে এই পুরস্কার দেওয়া হয়।
Comments