যত বড় ক্রিকেটার হোক, তার চেয়ে দেশ বড়: বোর্ড প্রধানকে হাথুরু
টাইগারদের সদ্য সাবেক হয়ে যাওয়া কোচ চণ্ডিকা হাথুরুসিংহে শনিবার বাংলাদেশে এসে বিসিবি প্রধানের কাছে পদত্যাগের কারণ ব্যাখ্যা করেছেন। বিসিবি প্রধান নাজমুল হাসান সবটা খুলে না বললেও তাতে ইঙ্গিত আছে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কোচের মনমালিন্য।
বিসিবির সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল লঙ্কান কোচের। কিন্তু তার দুবছর আগেই দায়িত্ব ছেড়ে দিলেন কি কারণে? দলের উপর হতাশা না থাকলেও কাজে অনেক বাধা পাওয়ার কথা বোর্ড প্রধানকে নাকি জানিয়ে গেছেন তিনি, ‘দলের ওপর হতাশা নেই। বরং অনেক প্রশংসা করেছে। কিন্তু এই দলকে সামনে নিতে গেলে কি কি বাধার সম্মুখীন সে হয়েছে এবং সামনে আমরা হব, সেগুলো সে জানিয়ে গেছে। বলেছে এগুলো আমরা সরাতে পারলে দলের জন্য ভালো।’
সিনিয়র ক্রিকেটারদের প্রতি ইঙ্গিত করেই কোচ ব্যক্তিকেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে আসার পরামর্শও দিয়ে গেছেন বোর্ড প্রধানকে, ‘খেলোয়াড়ের সঙ্গে একটা কোচের দ্বিমত থাকতে পারে, রাগ করতে পারে। এটা বড় কিছু নয়। তবে মানসিকতার ওপর জোর দিয়ে গেছে। একটা কথা বলেছে, যত বড় ক্রিকেটারই হোক না কেন, তার চেয়ে দেশ বড়। ব্যক্তিগত সমস্যা থাকতে পারে একজনের সঙ্গে, এটার জন্য দেশের ক্ষতি করা যাবে না। এটা যেন প্রতিটি ক্রিকেটারের কাছে আমরা পৌঁছাতে পারি, সেটা বলেছে।’
বাংলাদেশের দায়িত্ব ছেড়ে চণ্ডিকা হাথুরুসিংহে নিজ দেশ শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছেন। নতুন কাজে যোগ দেওয়ার আগে পুরনো চাকরির আনুষ্ঠানিকতা সারতে বাংলাদেশে আসেন তিনি। সংবাদমাধ্যমে কোচ কিছু না বললেও বিসিবি প্রধান কোচের সঙ্গে আলাপ করে জানিয়েছেন বিদায়ী কোচের যত খেদ।
Comments