খেলার সময়েও বৃষ্টি হলে কি জুটবে কুমিল্লা-রংপুরের ভাগ্যে?
নিম্নচাপের প্রভাবে দুদিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝরছে ঝিরিঝিরি বৃষ্টি। ভরপুর মেঘে ঢেকে আছে পুরো আকাশ। রোববারও দুপুর পর্যন্তও উন্নতি হয়নি পরিস্থিতির। পূর্বাভাস বলছে এমন চলতে পারে রাত পর্যন্ত। তাতে শঙ্কায় বিপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার লড়াই।
ঢাকা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে দিনভরই এমন ঝিরিঝিরি বৃষ্টি চলবে। সন্ধ্যা থেকে আবহাওয়ার একটু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টি একেবারে থামতে রাত হয়ে যেতে পারে।
রোববার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনালে উঠার লড়াইয়ে তামিমদের বিপক্ষে নামবে মাশরাফিরা। তবে বৃষ্টি যদি পুরোটা সময় প্রভাব বিস্তার করে বদলে যেতে পারে সমীকরণ। কপাল পুড়তে পারে রংপুর রাইডার্সের।
বাইলজ অনুযায়ী বৃষ্টির বাধা পেরিয়ে ফল বের করতে অন্তত ৫ ওভার করে খেলা হতে হবে। যেহেতু নক আউট ম্যাচ তাই ৫ ওভারও খেলা না হলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে চলে যাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
পয়েন্ট টেবিলে এক নম্বরে থেকেই প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল কুমিল্লা। সে ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হারলেও সুযোগ থাকছে দ্বিতীয় কোয়ালফায়ার খেলে ফাইনালে যাওয়ার। কেবল পয়েন্ট টেবিলই নয়, হেড টু হেড লড়াইয়ের ফলও তামিমদের অনুকূলে। রংপুরের বিপক্ষে মুখোমুখি দুই দেখাতেই জিতেছে কুমিল্লা।
Comments