ভারতে মোদির বিজ্ঞাপনে এক হাজার কোটি রুপি খরচ

গত সাড়ে তিন বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত পোস্টার, ব্যানার, বই কিংবা ইলেক্ট্রনিক মাধ্যমে বিজ্ঞাপনের জন্য খরচ করা হয়েছে এক হাজার একশো কোটি রুপি। একই সময়ে ভারতের কেন্দ্রীয় সরকার প্রচার-প্রচারণার জন্য মোট ব্যয় করেছে তিন হাজার ৭৫৫ কোটি রুপি। ভারতের ‘রাইট টু ইনফরমেশন’- আইনে করা আবেদনে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
সরকারের প্রচারের জন্য যে পরিমাণ ব্যয় হয়েছে সেটা ওই সময়ের মধ্যে ভারতের যে কোনও গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের বাজেটের চেয়ে বেশি। যেমন সরকার এই সাড়ে তিন বছরে দূষণ রোধের প্রকল্পের জন্য ব্যয় করেছে মাত্র ৫৮.৬ কোটি রুপি।
রাজধানী নয়া দিল্লির অদূরে মধ্য নয়ডার একজন আইনজীবী রণবীর তনওয়ার তথ্য আইনের অধিকারে এই আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতেই সম্প্রতি বিজ্ঞাপনের ব্যয় নিয়ে তথ্য প্রকাশ করে ভারত সরকার।
বিজ্ঞাপন বাবদ বিপুল ব্যয় নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস, তৃণমূল এবং বামফ্রন্ট বিজেপি সরকারকে কটাক্ষ করতে শুরু করেছে। কংগ্রেসের একজন মুখপাত্র জানিয়েছেন, সরকারি তহবিল ব্যবহার করে বিজেপি দলীয় প্রচার করছে। আম আদমি পার্টিও একইভাবে সমালোচনা করেছে।
প্রসঙ্গত ২০১৫ সালে দিল্লিতে আম আদমি পার্টির সরকার বিজ্ঞাপনের জন্য ৫২৬ কোটি রুপি ব্যয় করায় বিজেপি সেই সময় তাদের তীব্র সমালোচনা করেছিল।
বিজ্ঞাপনের এই ব্যয় নিয়ে ভারতের গণমাধ্যম জানাচ্ছে, ২০১৪ সালের মে মাস থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বিজেপি সরকার তাদের বিজ্ঞাপনের হিসাব দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ইলেক্ট্রনিক মাধ্যম যেমন রেডিও-টেলিভিশন-ইন্টারনেট-এসএমএস এবং ডিজিটাল ছবিতে সরকার খরচ করেছে এক হাজার ৬৯৮ কোটি রুপি। আর ৩৯৯ কোটি রুপি খরচ করেছে হোর্ডিং, ব্যানার, পোস্টার, বুকলেট, ক্যালেন্ডারের মধ্যমে সরকারি প্রচারের জন্য।
বিজেপি সরকার এই সাড়ে তিন বছরের প্রধানমন্ত্রীর ছবি কিংবা ভিডিও রয়েছে এমন বিজ্ঞাপন প্রচারের জন্য ব্যয় করেছে এক হাজার ১০০ কোটি রুপি।
ভারতের যে কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বার্ষিক বাজেট কিংবা জনগুরুত্বপূর্ণ প্রকল্পের সমতুল্য সাড়ে তিন বছরের বিজ্ঞাপনের এমন বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে আসন্ন শীতকালীন লোকসভা অধিবেশন যে গরম করবেন বিরোধীরা; এমন আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Comments