মুশফিককে সরিয়ে টেস্ট অধিনায়কও সাকিব
মুশফিকুর রহিমকে টেস্ট অধিনায়কের পদ থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। তার জায়গায় টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে ফিরিয়ে আনায়ে হয়েছে টেস্ট অধিনায়কত্বেও। বদল এসেছে সহ-অধিনায়কের পদেও। তামিম ইকবালের জায়গায় সহ-অধিনায়ক হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
রোববার বোর্ড সভা থেকে বেরিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই ঘোষণা দেন। দক্ষিণ আফ্রিকায় গিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে মুশফিকের মতবিরোধ প্রকাশ্য চলে আসে। তার অধিনায়কত্ব নিয়ে নানান সময়েই সমালোচনা চলছিল। অধিনায়কের পদ থেকে মুশফিকের অব্যাহতি অনেকটা অনুমেয় হয়ে পড়েছিল।
মুশফিককে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে নাজমুল বলেন, 'মুশফিকুর রহিমের সেরা ব্যাটিং আমরা চাইছি। আমরা মনে করছি সে ব্যাটিংয়ে মনোযোগ দিক। তাকে চাপমুক্ত করতে চাচ্ছি।'
দক্ষিণ আফ্রিকা সফরের আগে টেস্ট থেকে ছয়মাসের বিশ্রাম চেয়েছিলেন সাকিব আল হাসান। বিসিবি কেবল দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট থেকে তাকে বিশ্রাম দিয়েছিল। বোর্ড প্রধান জানিয়েছেন সাকিবের সঙ্গে কথা বলেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আগে টেস্টে সহ-অধিনায়ক ছিলেন তামিম ইকবাল, তাকে সরি নতুন দায়িত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গেল শ্রীলঙ্কা সফরে বাজে ফর্মের জন্য টেস্ট স্কোয়াড থেকেই বাদ পড়েছিলেন তিনি।
এর আগে সাকিব আল হাসান তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন। ২০১১ সালে সাকিবকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ছয় বছরের মাথায় ফের সাদা পোশাকে টাইগারদের নেতা হলেন ্টেস্টে শীর্ষ এই অলরাউন্ডার।
Comments