কোচ নিয়োগের সংক্ষিপ্ত তালিকা এখন আরও সংক্ষিপ্ত
বোর্ড সভার পর সংক্ষিপ্ত তালিকা আরও সংক্ষিপ্ত হয়ে গেছে। কারো কারো সঙ্গে দেনদরবার চলছে পারিশ্রমিক আর যোগ দানের তারিখ নিয়ে। কে হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ, তা চূড়ান্ত না হলেও বোর্ড প্রধান জানিয়েছেন শীঘ্রই আসতে পারে চূড়ান্ত ঘোষণা।
রোববার নব নির্বাচিত বোর্ডের দ্বিতীয় সভায় আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যু ছিল নতুন কোচ। শনিবার বাংলাদেশে এসে এদিনই বিসিবিতে এসে নিজের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেছেন কোচ প্রার্থী ফিল সিমন্স। এর আগে প্রেজেন্টেশন উপস্থাপন করে গিয়েছিলেন রিচার্ড পাইবাস। রোববারও বিসিবির কাছে দুজনের জীবনবৃত্তান্ত এসেছে।
রোববারের সভার পর সংক্ষিপ্ত তালিকা আরও কাটছাঁট করে চূড়ান্ত পর্যায়ে চলে আসার কথা জানান বোর্ড প্রধান নাজমুল হাসান, ‘এই বোর্ড মিটিং এর পরে আমরা আরও শর্ট লিস্টেড হয়ে গিয়েছি। শুধু নতুন যে দুজন আজকে দিয়েছে। এবং আরেকজন যার সঙ্গে মোটামুটি সবই ঠিক হয়ে গেছে। তার পারিশ্রমিক এবং কবে জয়েন করতে পারবে সেই জিনিসটা যতক্ষণ নিশ্চিত না হবে, সেটার জন্য আমাদের আরও কয়েকটা দিন সময় লাগতে পারে।’
রিচার্ড পাইবাস ও ফিল সিমন্স ছাড়াও আরও কোচরা বিসিবির কাছে জীবনবৃত্তান্ত পাঠাচ্ছেন। গত দুদিনেই আবেদন পড়েছে চারজনের। হেড কোচের বাইরেও কাউকে কাউকে বিবেচনা করা হচ্ছে, ‘আজকেও দুটি বায়োডাটা এসেছে। তারা আগ্রহ জানিয়েছে এবং তারা ভালো লেভেলের। হয়ত হেড কোচ না হলেও কোন না কোনভাবে তাদেরকে আমরা আনতে পারি। গতকালকেও দুটো বায়োডাটা পেয়েছি। কাজেই আমরা রেসপন্স পাচ্ছি।’
শ্রীলঙ্কা সিরিজের আগে কোচ নিয়োগ হবে কিনা তাও নিশ্চিত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য হাতে থাকা সময় কাজে লাগাতে চান নাজমুল, ‘পরের সিরিজের আগে আমাদের ক্যাম্প শুরু হবে ২৭ (ডিসেম্বর) তারিখের দিকে। কিছু দিন তো আমাদের সামনে সময় আছেই। সো আপাতত এখনি সিদ্ধান্ত না নিয়ে আমরা শর্টলিস্টেই রেখেছি। এবং বাকিদের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই, কয়েকদিনের মধ্যে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসব।’
তবে শ্রীলঙ্কা সিরিজের আগে কোচ নিয়োগ না হলে কি হবে, তার রূপরেখাও জানিয়েছেন বিসিবি প্রধান, ‘আমাদের এখন যারা আছেন, সহকারি কোচ রিচার্ড হ্যালসাল, স্পিন বোলিং কোচ সুনীল যোশী, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তাদের স্পিসেফিক দায়িত্ব দেওয়া আছে। এবং বোর্ড থেকে সুপারভাইজ করার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। তবে অন্তর্ভর্তিকালীন হেডকোচ নিয়োগের দরকার নেই।’
Comments