অনেক নাটকের পর অসমাপ্ত খেলা সোমবার সন্ধ্যায়
বৃষ্টির শঙ্কা ছিল। সে বৃষ্টি নামল রংপুর রাইডার্সের ইনিংসের ৭ ওভার পর। রংপুরের স্কোরবোর্ডে তখন ১ উইকেটে ৫৫ রান। নিম্নচাপের প্রভাবে নামা বৃষ্টি থেমে মাঠ প্রস্তুত হতে হতে পেরিয়ে যায় কাটঅফ টাইম। এরপর কাটঅফ টাইম দুই ঘন্টা বাড়িয়ে নিলে খেলতে আপত্তি জানায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে শেষ পর্যন্ত দুই দল রাজী হওয়ায় প্লেয়িং কন্ডিশনে না থাকলেও অসমাপ্ত খেলার বাকি অংশ হবে সোমবার সন্ধ্যায়।
বৃষ্টি থেমে মাঠ প্রস্তুতের সময় মাঠের ভেতরেই দুই অধিনায়ক, দুই ফ্র্যাঞ্চাইজি সত্ত্বাধিকারীরা, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি পরিচালক মাহবুব আনামকে দীর্ঘসময় কথা বলতে দেখা যায়।
খেলা বন্ধ হওয়ার সময়ে ঘড়িতে ছিল ৬টা ৩৫। বৃষ্টি থেমে রাত সাড়ে ৯টার মধ্যে মাঠ সম্পূর্ন প্রস্তুত না হলে খেলা বাতিলের কথা। কিন্তু মাঠ প্রস্তুত হতে পেরিয়ে যায় আরও অতিরিক্ত মিনিট দশেক। খেলার সময় পেরিয়ে যাওয়ায় তখন আর খেলতে অস্বকৃতি জানায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চলতে থাকে দেন-দরবার।
রাত ৯টা ৫০ মিনিটে বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেয়, কাটঅফ টাইম দুই ঘন্টা বাড়িয়ে নেওয়ার। প্রস্তুত হয়ে মাঠেও চলে আসে রংপুর রাইডার্স। তাতে ঘোর আপত্তি জানায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির সত্ত্বাধিকারী ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সঙ্গেও বাকবিতণ্ডা চলে বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্যদের।
বিসিবির গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ বিভাগের ব্যবস্থাপক আব্দুল বাতেন ঘোষণা দেন, ‘আজকের খেলাটা কাল সন্ধ্যায় শুরু হবে। যেখানে খেলা শেষ হয়েছে, ঠিক সেখান থেকেই শুরু জবে। রংপুর ব্যাটিং শুরু করবে। আজ যে টিকিট নিয়ে খেলা দেখেছেন এটা দিয়ে কাল খেলা দেখতে পারবেন দর্শকেরা।’
রংপুর অধিনায়ক মাশরাফি মর্তুজা অবশ্য এটাকে ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবে, ‘সেমিফাইনালের মতো পর্যায়ে এসে কোন দল বৃষ্টির কারণে বিদায় নেওয়া উচিত না। খেলার পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। খেলতে নেমে আমরা আহত হতে পারি না, বিশেষ করে সামনে ত্রিদেশীয় সিরিজ আছে। তামিমকে অনেক ধন্যবাদ যে বিপিএলের স্বার্থে সে এটা মেনে নিয়েছে।’
কুমিল্লা অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমাদের জায়গায় অন্য দল হলেও হয়ত তাই করত বিপিএলের স্বার্থে। আমাদের জন্য সমস্যা না। আমরা কাল ১২ ওভার বল করব। ’
বিপিএলের বর্তমান আসরের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী বৃষ্টির বাধা পেরিয়ে ফল বের করতে অন্তত ৫ ওভার করে খেলা হতে হবে। যেহেতু নক আউট ম্যাচ তাই ৫ ওভারও খেলা না হলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে চলে যেত কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
Comments