দল নিয়ে গর্বিত, আমরা চ্যাম্পিয়নের মতো খেলেছি: তামিম
সবার আগে শেষ চারে উঠেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট টেবিলে এগিয়ে ছিল অনেক। শীর্ষ দল হিসেবে ফাইনালে উঠার দুই সুযোগ পায় তামিমরা। তবে আসল সময়েই তাল হারালো। দুই কোয়ালিফায়ার ম্যাচ হেরে তৃতীয় সেরা এখন কুমিল্লা। তবে অধিনায়ক তামিম ইকবাল মনে করেন চ্যাম্পিয়নে মতই খেলেছে তার দল।
ফাইনালে উঠা দুই দল ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সকে প্রাথমিক পর্বে দুবারই হারিয়েছিল কুমিল্লা। এই দুই দলের কাছে আসল সময়েই পারল না, 'আমার কাছে একটাই খারাপ লাগে যে, পুরো টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়নের মতো খেললাম। কিন্তু আসল সময়ে আমাদের দুটি খারাপ দিন গেল। '
তবে না পারলেও সব টুর্নামেন্টজুড়ে দেখানো মুন্সিয়ানায় দল নিয়ে গর্বিত অধিনায়ক, 'আমার দল নিয়ে আমি গর্বিত। স্রেফ দুটি বাজে ম্যাচ খেলায় আমরা ছিটকে গেছি। তবে আমার কাছে মনে হয়, পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে ক্রিকেট খেলেছি, আমরা চ্যাম্পিয়নের মতো খেলেছি। নক আউট পর্বে শুধু পারিনি। কিন্তু গ্রুপ পর্ব জুড়ে ভালো খেলেছি।'
স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের মিশেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল ভারসাম্যপূর্ণ। ব্যাটে-বলে একসয় তাদের মনে হচ্ছিল অপ্রতিরোধ্য, 'এতগুলো দলের মধ্যে আমাদের এই একটি দল ছিল যাদের স্থানীয় ক্রিকেটাররা ভালো পারফর্ম করেছে। মেহেদি, সাইফ উদ্দিন ভালো খেলেছে। সব মিলিয়ে আমি খুশি। অবশ্যই আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা, চ্যাম্পিয়ন হওয়া। সেটি হয়নি। আজকে আমরা পারফর্ম করতে পারিনি।'
রংপুরের কাছে হারের কারণ হিসেবে খারাপ বোলিংয়ের দায় দেখছেন তামিম, 'আজকের খেলা নিয়ে যদি বলি, আমরা খারাপ বল করেছি। ওদের ব্যাটসম্যানদের প্রতি ক্রেডিট দিতে হবে। তারা দুর্দান্ত খেলেছে। এবং আমরা যেভাবে শুরু করেছিলাম আমার মনে হয় আমরা ১৩-১৪ ওভার পর্যন্ত ম্যাচে ছিলাম। ১৫ রান করে প্রতি ওভারে লাগবে। তখন উদানার ওভারে রান নিতে না পারা... ওখানে যদি ১৫টা রান করতাম তাহলে হয়ত সুযোগ থাকত। এটাই বলব তারা ভালো খেলেছে, ক্রেডিট তাদেরই প্রাপ্য।’
Comments