জরুরি প্রয়োজনে ডায়াল করুন ৯৯৯

999 call service

দুর্ঘটনা, অপরাধ, অপহরণ, অ্যাম্বুলেন্স অথবা আগুন লাগার মতো ঘটনা জানাতে ডায়াল করুন ৯৯৯। এই নম্বরে ফোন করতে কোন টাকা লাগবে না। তাই কারো মোবাইল ফোনে টাকা না থাকলেও এই নম্বরে ডায়াল করে জরুরি সেবা নিতে পারবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর আব্দুল গনি রোড়ে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফিংকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, জাতীয় জরুরি সেবা হিসেবে এই সেবা চব্বিশ ঘণ্টা খোলা থাকবে। এছাড়াও, এই সেবা নিতে কোন টাকা খরচ হবে না।

আব্দুল গনি রোডে অবস্থিত এই সেবা কেন্দ্রে এক সঙ্গে ১২০ টি ফোনকল রিসিভ করার মতো লোকবল নিয়োগ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আমরা এই সেবাকে আরো বিস্তৃত করার জন্যে কাজ করে যাচ্ছি। আমরা চাই সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গেও এই সেবাকে যুক্ত করে দিতে যাতে আরো বেশি মানুষ আরো সহজে এই সেবা নিতে পারেন।”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এই সেবার পরীক্ষামূলক কাজ চলছিলো। আজ আনুষ্ঠানিক উদ্বোধনের পর এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago