আমি সব সময় চেয়েছি টস হারতে: মাশরাফি

শিরোপাজয়ী রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি মর্তুজা টস জিতলেই নাকি দ্বিধাগ্রস্থ হয়ে পড়তেন। তাই চাইছিলেন টস হারতে। তার চাওয়া মতই টস হেরেছেন, কিন্তু জিতেছেন ম্যাচ, জিতেছেন শিরোপা।
Mashrafee MOrtaza
চ্যাম্পিয়ন হওয়ার পর মাশরাফির উল্লাস। ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলে বেশিরভাগ ম্যাচে টসই হয়ে উঠেছিল  বড় ফ্যাক্টর। ফাইনাল ম্যাচে তো বড় ফ্যাক্টর হওয়ার কথা। কিন্তু শিরোপাজয়ী রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি মর্তুজা টস জিতলেই নাকি দ্বিধাগ্রস্থ হয়ে পড়তেন। তাই চাইছিলেন টস হারতে। তার চাওয়া মতই টস হেরেছেন, কিন্তু জিতেছেন ম্যাচ, জিতেছেন শিরোপা।

টস জিতে আগে ফিল্ডিং নিয়ে আক্ষেপে পুড়ছে ঢাকা। আগে ব্যাটিং পেয়ে তাণ্ডব চালিয়েছেন ক্রিস গেইল। তার ঝড়ে বিপুল সংগ্রহ দাঁড় করা রংপুর রাইডার্স জিতেছে অনায়াসে। টস জিতলে কি নিতেন মাশরাফি? ‘আমি সন্দিহান ছিলাম। আমি সব সময় চেয়েছি টস হারতে। টস হারাতে ভালো হেয়ছে…আর টস হারলে আমার ভেতর থেকে একটা ফিলিং আসে।’

এই পর্যন্ত পাঁচ বিপিএলের চারবারই শিরোপা উঠেছে মাশরাফির হাতে। এমন সাফল্য রহস্য আসলে কি? , ‘কোনো রহস্য নাই। ভাগ্য সহায় না থাকলে কিছুই সম্ভব না। আমি ভাগ্যে বিশ্বাস করি। ভাগ্য সহায়ক আছে, তাই পারছি।’

পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ বল করে ১৫ উইকেট নিয়েছেন রংপুর অধিনায়ক। ব্যাটিং ঝড় তুলেও রংপুরকে জিতিয়েছেন ম্যাচ। সবচেয়ে চোখে পড়ার মতো ছিল তার ক্ষিপ্র ফিল্ডিং। লাফিয়ে পড়ে নিয়েছেন কঠিন সব ক্যাচ, বাঁচিয়েছেন নিশ্চিত চার।  কেবলই তাই ভাগ্য নয়, প্রচেষ্টাকেও বড় করে দেখছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘প্রচেষ্টা বড়। শুধুমাত্র ভাগ্যের উপর বসে থাকলে চলবে না। আপনাকে চেষ্টা করতে হবে। কিন্তু দিন শেষে চ্যাম্পিয়ন হতে হলে কিংবা যেকোনো ভালো কিছু করতে হলে লাক অবশ্যই ফেবার করতে হয়। আমি বিশ্বাস করি এটাই। আমরা সেমিফাইনাল (প্লে অফ) থেকে অন্যরকম চেহারায় ছিলাম। এটা সত্যি কথা্ আমাদের ভেতরে ওই ক্ষুধাটা ছিল। আমরা মাঠে গিয়ে কিছু করতে চাই। আাদের প্রত্যেকটা ম্যাচ শেষ ম্যাচ ছিল। ওই জিনিসটা সেমিফাইনলের (প্লে অফ) শুরু থেকেই ছিল।’

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now