বল হাতে সেরা সাকিব, নজর কেড়েছেন জায়েদ
ব্যাটিংয়ে বিদেশিদের জয়জয়কার থাকলেও, এবার বিপিএলে বল হাতে বাজিমাত করেছেন বাংলাদেশিরাই। সেরা পাঁচে তিনজনই দেশি। এরমধ্যে সবচেয়ে বেশ ২২ উইকেট নিয়ে এক নম্বরে আছেন সাকিব আল হাসান।
সেরা পাঁচ বোলারের দুজন ঢাকা ডায়নামাইটসের, দুজন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। অন্যজন খুলনা টাইটান্সের। পেসারদের মধ্যে খুলনার হয়ে খেলা আবু জায়েদ চৌধুরী রাহিই আছেন সবার উপরে। ১২ ম্যাচ খেলে ডানহাতি এই পেসার নিয়েছেন ১৮ উইকেট। মাহমুদউল্লাহর দলের পেস অ্যাটাকের মূল ভরসা ছিলেন তিনি।
এক নম্বরে থাকা ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব ইকোনমিতেও আছেন সবার উপরে। ১৩ ম্যাচে ২২ উইকেট নেওয়ার পথে সাকিব ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৪৯ করে।
তিন আর চারে আছেন কুমিল্লার দুজন। গোটা টুর্নামেন্টে শক্তিশালী বোলিং লাইনআপের জন্য আলোচনায় ছিল তামিমদের দল। তার ছাপ এসেছে পরিসংখ্যানেও। পাকিস্তানি পেসার হাসান আলি ৯ ম্যাচ খেলেই পেয়েছেন ১৬ উইকেট। ১৬ উইকেট পেয়েছেন তার সতীর্থ মোহাম্মদ সাইফুদ্দিনও। তবে তিনি ম্যাচ খেলেছেন ১৩টি। সেরা পাঁচে শেষ নামটি শহিদ আফ্রিদির। ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা অভিজ্ঞ এই পাকিস্তানি লেগ স্পিনার ৮ ম্যাচ থেকে তুলেছেন ১৫ উইকেট।
নাম |
ম্যাচ |
উইকেট |
দল |
ইকোনমি |
সাকিব আল হাসান |
১৩ |
২২ |
ঢাকা ডায়নামাইটস |
৬.৪৯ |
আবু জায়েদ চৌধুরী রাহি |
১২ |
১৮ |
খুলনা টাইটান্স |
৮.৯৫ |
হাসান আলি |
৯ |
১৬ |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স |
৭.০৩ |
মোহাম্মদ সাইফুদ্দিন |
১৩ |
১৬ |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স |
৭.৭৯ |
শহিদ আফ্রিদি |
৮ |
১৫ |
ঢাকা ডায়নামাইটস |
৭.০০ |
Comments