বিজয় দিবসের সকালে সব হলে মুক্তিযুদ্ধের ছবি

Guerrilla movie

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব সিনেমা হলে মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনের জন্য অনুরোধ করেছে তথ্য মন্ত্রণালয়।

গত ১৪ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের এক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয়ের উপসচিব পরিমল সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল (১২ ‍ডিসেম্বর) এটি জানানো হয়।

মহান বিজয় উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের সকল সিনেমা হলে বিনামূল্যে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষদের মধ্যে মুক্তিযুদ্ধ নির্ভর চারটি ছবি প্রদর্শনের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ছবি চারটির নাম উল্লেখ করা হয়েছে। ছবিগুলো হলো: চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’, হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আগুনের পরশমণি’, নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ এবং তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’।

সিনেমা হল মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নওশাদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশে আগামী ১৬ ডিসেম্বর মর্নিং শোতে দেশের সব সিনেমা হলে মুক্তিযুদ্ধভিত্তিক যে চারটি ছবি প্রদর্শনের কথা বলা হয়েছে তার যে কোনো একটি চালাতে বাধ্য থাকবে হলগুলো।”

এ বিষয়টি দেশের সব হল মালিকদের জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Comments

The Daily Star  | English

Nusraat Faria's arrest sends the wrong signal

The incident has been especially jarring even in this current environment where arbitrary murder cases have been filed against hundreds of individuals

55m ago