বিজয় দিবসে শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশে খেলবেন যারা

ছবি: সংগ্রহ

প্রতিবারের মতো এবারও বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদ জুয়েল ও শহীদ মোশতাক স্মরণে  প্রদর্শনী  ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে বিসিবি। এবারও সাকেব ক্রিকেটাররাই দুই দলে ভাগ হয়ে নামবেন বিজয়ের দিনে। অনেকদিন পর আবার তাই খেলতে দেখা যাবে আমিনুল ইসলাম বুলবুল, মিনহাজুল আবেদিন নান্নুদের। 

১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকাল সাড়ে ১০টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচ। 

শহীদ আবদুল হালিম চৌধুরী জুয়েল ছিলেন আজাদ বয়েজ ক্লাবের ওপেনিং ব্যাটসম্যান। আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে নজর কেড়েছিলেন সেই সময়ের পূর্ব পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে দেশের হয়ে অস্ত্র হাতে নামেন তিনি। মুক্তিযুদ্ধের একদম শেষ দিকে এসে ধরা পড়েন পাকিস্তানি বাহিনীর হাতে, বিজয় একদিন আগে হত্যা করা হয় তাকে। শহীদ মুশতাক আহমেদ ছিলেন আজাদ বয়েজ ক্লাবেরই কর্মকর্তা ও নিবেদিত ক্রিকেট সংগঠক। ২৫ মার্চের কাল রাত্রিতে ক্রিকেটপ্রেমী এই সংগঠককে হত্যা করা হয়েছিল ক্লাবের ঠিক পাশে।

এই দুজনের নামে প্রতিবছরই প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়োজন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে দুই স্ট্যান্ডেও দেওয়া আছে দুজনের নাম। 

শহীদ জুয়েল একাদশ: শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, আমিনুল ইসলাম বুলবুল, এহসানুল হক সিজান, হান্নান সরকার, হাসানুজ্জামান, জাহাঙ্গীর আলম, নিয়ামুর রশিদ রাহুল, আতাহার আলি খান, তালহা জুবায়ের, মোরশেদ আলি খান, সাইফুদ্দিন আহমেদ বাবু, আনোয়ার হোসেন , মেহরাব হোসেন অপি।

ম্যানেজার: রকিবুল হাসান

কোচ: দিপু রায় চৌধুরী

শহীদ মোশতাক একাদশ: হারুনুর রশিদ লিটন, হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদন নান্নু, মুশফিকুর রহমান বাবু, খালেদ মাহমুদ সুজন, জামাল উদ্দিন বাবু, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, সাইফুল ইসলাম, তারেক আজিজ খান, মিজানুর রহমান বাবুল, ফারুক আহমেদ। 

ম্যানেজার: মোহাম্মদ আলি 

কোচ: ওয়াহিদুল গনি 

Comments

The Daily Star  | English

Iran's underground Natanz site hit during Israel strikes: UN nuclear watchdog

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

9h ago