বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের রেজিস্ট্রেশন শুরু
ধানমন্ডির আবাহনী মাঠে শুরু হতে যাওয়া বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের ষষ্ঠ আয়োজনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সীমিত সময়ের জন্য অনলাইনে বিনামূল্যে এই রেজিস্ট্রেশন করা যাবে।
আগামী ২৬ ডিসেম্বর থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে এই আয়োজন। এ বছরের আয়োজন ড. আনিসুজ্জামানকে উৎসর্গ করা হয়েছে।
অনুরাগী শ্রোতা ও শিল্পী সংখ্যার বিচারে গত পাঁচ বছরে বিশ্বের বৃহত্তম উচ্চাঙ্গ সংগীতের আয়োজনে পরিণত হয়েছে। ২০১৩ সালে প্রথম আয়োজন থেকে প্রতি বছরই এর কলেবর বৃদ্ধি পেয়েছে। শ্রোতাদের চাহিদা বিবেচনায় বাড়তে বাড়তে এখন পাঁচ রাতে এসে ঠেকেছে উৎসব। গত বছর প্রায় দুই লাখ মানুষ এই সংগীত উৎসবে যোগ দেন।
Comments