হাতের মুঠোয় ‘ডুব’

Doob
‘ডুব’ চলচ্চিত্রের একটি দৃশ্যে অভিনেতা ইরফান খান এবং নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত

বড় পর্দায় ‘ডুব’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার দুই মাস পর আজ (১৯ ডিসেম্বর) ছবিটি নতুন করে মুক্তি পেয়েছে আইফ্লিক্সে। ফলে, এই অ্যাপ ব্যবহারকারীরা সরাসরি বা ডাউনলোড করে দেখতে পাবেন বহুল আলোচিত এই ছবিটি।

‘ডুব’-এর পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “রবি আজিয়াটা লিমিটেড এবং আইফ্লিক্সের সহযোগিতার মাধ্যমে রবি এবং এয়ারটেলের গ্রাহকরা আইফ্লিক্সে প্রথম তিন মাস সীমাহীন প্রবেশের সুযোগ পাচ্ছেন।” ৯০০ টাকায় পাঁচটি ডিভাইসে ‘ডুব’ দেখা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

আইফ্লিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম বলেন, “আইফ্লিক্সে ‘ডুব’ চলচ্চিত্রটি যুক্ত হওয়া একটি অসাধারণ মাইলফলক। এর মাধ্যমে স্থানীয় বিনোদনকে ছড়িয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি আমাদের ছিল তার কার্যকারিতা শুরু হলো। এখন দুনিয়াজুড়ে আইফ্লিক্সের গ্রাহকরা বাংলাদেশের বিনোদন সম্পর্কে আরো বেশি জানতে পারবেন।”

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ইতোমধ্যে পৃথিবীর বেশ কয়েকটি সম্মানজনক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সাংহাই চলচ্চিত্র উৎসব, ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভ্যানকুভার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ছাড়াও বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসিত হয়েছে ছবিটি।

‘ডুব’ সিনেমায় অভিনয় করেছেন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্নো মিত্র এবং রোকেয়া প্রাচী।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

1h ago