বাংলা একাডেমিতে চলছে ৩ দিনের পৌষ মেলা

Poush Mela
২২ ডিসেম্বর ২০১৭ বাংলা একাডেমির প্রাঙ্গণে শুরু হয়েছে তিনদিনের পৌষ মেলা। ছবি: প্রবীর দাশ

প্রতি বছরের মতো এবারো বাংলা একাডেমির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে পৌষ মেলা। পৌষ মেলা উদযাপন পরিষদের আয়োজনে তিনদিনের এই মেলা আজ (২২ ডিসেম্বর) শুরু হয়ে চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা এবং বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় বিভিন্ন রকমের পিঠা ও কারুপণ্যের স্টল রয়েছে।

এছাড়াও, মেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে একাডেমির নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আজ সকালে পৌষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কামাল লোহানী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক শাহেদা বেগম এবং হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এর জনসংযোগ বিভাগের পরিচালক কাজী মনসুরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌষ মেলা উদযাপন পরিষদের সভাপতি গোলাম কুদ্দুস।

অতিথিরা ‘আইল্যা’ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

3h ago