দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ডে মিলারের পাশে রোহিত

শ্রীলঙ্কার বিপক্ষে ঠিক ৩৫ বলে সেঞ্চুরি করে অনন্য বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন ভারতের রোহিত শর্মা।
Rohit SHarma
ফাইল ছবি: এএফপি

মাত্র মাস দুয়েক আগে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছিলেন ডেভিড মিলার। শ্রীলঙ্কার বিপক্ষে ঠিক ৩৫ বলে সেঞ্চুরি করে অনন্য বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন ভারতের রোহিত শর্মা।

ব্যাট হাতে রোহিতে তাণ্ডব চলছে ওয়ানডে সিরিজ থেকেই। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেওয়া রোহিত টি-টোয়েন্টিতে ধরে রেখেছেন সমান দাপট। শুক্রবার তার ব্যাটের ঝাঁজে কচুকাটা হয়েছেন লঙ্কান বোলাররা। ৩৫ বলে সেঞ্চুরি তুলে নেওয়ার পর রোহিত আউট হন ৪৩ বলে ১১৩ রান করে, এতে ১২ চারের সঙ্গে মেরেছেন ১০টি ছক্কা।

রোহিতের সঙ্গে ওপেন করতে নেমে তাণ্ডব চালিয়েছেন লুকেশ রাহুলও। ৪৯ বলে তিনি করেছেন ৮৯ রান। এই দুজনে ওপেনিং জুটিতে তুলে ফেলেন ১৬৫ রান। ২০ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ২৬০ রান।

প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে উড়ে যাওয়া শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করতে পাঠায় ভারতকে। ইন্দুরের ব্যাটিং বান্ধব পিচে মওকা পেয়ে রোহিত ২৩ বলে পৌঁছান ফিফটিত। বাকি ১২ বলে তুলেছেন আরও ৫০। আকিলা ধনঞ্জয়াকে দিয়ে শুরু, পিটিয়ে ছাতু বানিয়েছেন থিসিরা পেরেরা, দুশমন্থ চামিরাকে। বিরাট কোহলির বিশ্রামে অধিনায়কত্ব পাওয়া রোহিতের পিটুনি বেশি সহ্য করেছেন লঙ্কান অধিনায়ক পেরেরাই। তাকে টানা চারটি ছক্কা মেরে চলে যান সেঞ্চুরির কাছে। পরে ম্যাথিউসের বলে বাউন্ডারি মেরেই করেন উল্লাস। 

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

3h ago