মেসি, সুয়ারেসের গোলে রিয়ালকে গুড়িয়ে দিল বার্সেলোনা
স্প্যানিশ লা লিগায় রিয়ালের ছিল টিকে থাকার লড়াই। জিতে ধরাছোঁয়ার বাইরে যাওয়ার সুযোগ বার্সেলোনার। কাজের কাজটা করতে পারল লিওনেল মেসিরাই। রিয়ালের ঘরের মাঠে গিয়ে তাদের ৩-০ গোলে গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সা শিরোপার দিকে এগিয়ে গেল অনেকখানি। ঘরের মাঠে হেরে চারে থাকা রিয়ালের এই মৌসুমে শিরোপা জেতা এখন অনেকটাই ফিকে। বার্সার হয়ে গোল পেয়েছেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও আলেক্স ভিদাল।
সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। বিরতির পর দারুণ খেলতে থাকা বার্সাকে প্রথম সাফল্য এনে দেন সুয়ারেজ। মাঝমাঠ থেকে বলের জোগান পেয়ে তেতে উঠেন ফরওয়ার্ডরা। যার ফলও মিলে হাতেনাতে। ৫৪ মিনিটে মাঝমাঠ থেকে ইভান রকিটিচ পাস বাড়ান সার্জিও রোবার্তোর দিকে। রোবার্তোর থ্রু বাড়ান বা দিকে থাকা সুয়ারেজকে। ফাঁকায় দাঁড়ানো উরুগুয়াইন ফরওয়ার্ড ডান পায়ের জোরালো শট বল জালে পাঠিয়ে উল্লাস করেন।
মিনিট দশেক পরই বড় বিপর্যয়ে পড়ে রিয়াল। ৬৩ মিনিটে মেসি-সুয়ারেজ-পাউলিনয়ো ত্রয়ী বল আদান প্রদাণ করে রিয়ালের বক্সে ঢুকে গেলে থতমত খাওয়া নাভাস বেরিয়ে আসান। জালের দিকে ঢুকতে থাকা বল সরাসরি হাত লাগিয়ে ঠেকিয়া লাল কার্ড পান কারভাহাল। পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। স্তব্ধ হয়ে যায় সান্তিয়াগো বার্নাব্যু। ১০ জনের দল নিয়ে বকিটা সময় কুলিয়ে উঠতে পারেনি জিদানের শিষ্যরা। উল্টো ৯০ মিনিটের পর যোগ করা সময়ে গোল করে রিয়ালের জালে তিন নম্বর গোল করেন ভিদাল।
১০ মিনিটের সময় বা প্রান্ত দিয়ে ঢুকে পড়েছিলেন রোনালদো। টনি ক্রুজের কাছ থেকে বল পেয়ে ছিলেন বিপদজনক অবস্থানে। কিন্তু পায়ের কারিকুরি করতে গিয়ে গড়বড় করায় বল হারিয়ে ফেলেন তিনি। শুরুর বেশ কয়েকমিনিট নিষ্প্রভ দেখা গেছে লিওনেল মেসিকে।
৩০ মিনিটে দারুণ সুযোগ পাউলিনয়োকে দারুণ সুযোগ তৈরি করে দেন মেসি। সুযোগ কাজে লাগাতে ঠিক পথেই ছিলেন ব্রাজিলিয়ান। তবে তার শট অসামান্য ক্ষিপ্রতায় রিয়ালকে বাঁচিয়ে দেন কেইলর নাভাস। এক মিনিট পরই বল নিয়ে বা দিক থেকে তীব্র গতিতে ছুটে যাওয়া রোনালদো মাপা শট ঠেকিয়ে দেন বার্সেলোনার গোলকিপার স্টেগেন। ৩৯ মিনিটে পাউলিনয়োই পেয়েছিলেন আরেকটি সুযোগ। এবার তার হেড ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন নাভাস। ৪২ মিনিটে গোল পেতে পারত রিয়াল। বা দিক থেকে বল নিয়ে তীব্র গতিতে এগিয়ে যাওয়া মার্সেলোর মাপা ক্রস গিয়েছিল করিম বেঞ্জামার মাথায়। বেঞ্জামা ঠিকঠাক হেড করতে পারলেও তা গোলবারে লেগে চলে যায় মাঠের বাইরে। বিরতির আগে তাই গোল পায়নি কোন দল।
Comments