দেশের প্রথম ৬ লেন উড়ালসেতুর উদ্বোধন ৪ জানুয়ারি
ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশের প্রথম ছয় লেন উড়ালসেতুর নির্মাণ কাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগেই সম্পন্ন হয়েছে। আগামী ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উড়ালসেতু উদ্বোধন করবেন। আজ সোমবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উড়ালসেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী বলেন, উড়ালসেতু ছয় লেনের হলেও সেতুর নীচের দুই পাশে আরও চার লেন সার্ভিস লেন চালু থাকবে। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট মহিপালে বস্তুত ১০ লেন সেতুই হচ্ছে।
সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড মোট ১৮১ কোটে ৪৮ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করেছে।
২০১৫ সালের পহেলা এপ্রিল প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৮ সালের ৩০ জুন কাজ সম্পন্ন করার কথা থাকলেও ছয় মাস আগেই কাজটি সম্পন্ন হয়। মূল উড়ালসেতুর দৈর্ঘ্য ৬৬০ মিটার, প্রস্থ ২৪.৬২ মিটার, সার্ভিস রোডের দৈর্ঘ্য এক হাজার ৩৭০ মিটার, সার্ভিস রোডের প্রস্থ সাড়ে সাত মিটার, অ্যাপ্রোচ রোডের দৈর্ঘ্য এক হাজার ১৬০ মিটার, ১১টি স্প্যান, ফুটপাতের দৈর্ঘ্য দুই হাজার ২১০ মিটার, পিসি গার্ডার ১৩২টি।
Comments