সহকারী শিক্ষকদের আমরণ অনশন ভাঙ্গালেন গণশিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আমরণ অনশন ভাঙ্গালেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী
বেতন স্কেলে বৈষম্য দূর করার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গত ২৩ ডিসেম্বর থেকে আমরণ অনশন করছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। ছবিটি আজ (২৫ ডিসেম্বর) তুলেছেন প্রবীর দাশ

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সহকারী শিক্ষকদের আমরণ অনশন ভাঙ্গালেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

আজ (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি অনশনরত শিক্ষকদের শরবত পান করিয়ে এই অনশন ভাঙ্গান।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের অন্যতম নেতা ও বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি শাহীনূর আল-আমীন দ্য ডেইলি স্টারকে বলেন, “মন্ত্রী, সচিব ও ডিজির আশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের এই অনশন সাময়িকভাবে স্থগিত করেছি। যত দ্রুত সম্ভব আমাদের দাবি মানা হবে বলে তাঁরা আশ্বাস দিয়েছেন।”

তবে আগামী এক মাসের মধ্যে সহকারী প্রাথমিক শিক্ষকদের দাবি মানা না হলে আবারো আন্দোলনে ফিরে যাওয়া হবে বলেও উল্লেখ করেন শাহীনূর।

এর আগে মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই অনশন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকেরা।

উল্লেখ্য, বেতন স্কেলে বৈষম্য দূর করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গত ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে আমরণ অনশন করছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা।

অনশন চলাকালে অন্তত ৪০জন অসুস্থ হয়েছেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়। মহাজোটের অন্যতম নেতা মোহাম্মদ সামসুদ্দীন জানান, অসুস্থ অনেককে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেককে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

1h ago