নতুন গানে নতুন বছর

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর নতুন একক ‘মেঘ জমেছে মনে’ গানটি প্রকাশিত হবে নতুন বছর উপলক্ষে।
Fahmida Nabi
বিশিষ্ট সংগীতশিল্পী ফাহমিদা নবী। ছবি: সংগৃহীত

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর নতুন একক ‘মেঘ জমেছে মনে’ গানটি প্রকাশিত হবে নতুন বছর উপলক্ষে।

সজীব শাহরিয়ারের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাশ। গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মাইনুল হাসান খোকন। এতে মডেল হিসেবে রয়েছেন নিলয় ও অর্ষা।

মিউজিক ভিডিওটি শীঘ্রই সিডি ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

ফাহমিদা নবী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গানতো নিয়মিত করে যেতে হয়। কেননা, গান গাওয়াই আমার কাজ। মাঝে মাঝে কিছু গান করা হয় যা নিজের কাছেই ভালো লাগে। ‘মেঘ জমেছে মনে’ তেমনি একটা গান। আশা করি, এটি শ্রোতাদের ভালো লাগবে।”

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

3h ago