জাতিসংঘের বাজেট ছাঁটছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র জানিয়েছে, জাতিসংঘের বাজেট কমানোর ব্যাপারে তারা আলাপ আলোচনা করেছে।
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশন থেকে রবিবার জানানো হয়, ২০১৮-১৯ অর্থবছরে জাতিসংঘের বাজেট ২৮৫ মিলিয়ন ডলারের চেয়েও বেশি ছেঁটে ফেলা হবে। জাতিসংঘের কর্মী ব্যবস্থাপনা এবং সহায়তা কার্যক্রমেও বাজেট হ্রাস করার কথা বলেছে যুক্তরাষ্ট্র।
তবে কাটছাঁটের পর জাতিসংঘের বাজেট কত হবে বা জাতিসংঘের বাজেটে যুক্তরাষ্ট্রের যে অবদান তার কত ঠিক কত শতাংশ কমানো হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
বাজেট কমানোর কারণ হিসেবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেন, “সংস্থাটির অদক্ষতা ও অতিরিক্ত ব্যয়ের কথা সবাই জানেন। আমি যুক্তরাষ্ট্রের জনগণের দাক্ষিণ্যের সুযোগ নিতে দিব না।”
তিনি আরও বলেন, বাজেট নিয়ে আলোচনার ফলাফল নিয়ে তারা খুশি। সেইসাথে তারা যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করে জাতিসংঘের দক্ষতা বাড়ানোর উপায় খোঁজা জারি রাখবেন।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে প্রস্তাব পাশ হয়। হুমকি উপেক্ষা করে সেদিন ১২৮-৯ ভোটে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়। সাহায্যপুষ্ট ক্ষুদ্র কয়েকটি দ্বীপ রাষ্ট্র ও ইসরায়েল বাদে সেদিন কাউকেই পাশে পায়নি তারা। এই ভোটকে কেন্দ্র করে নিক্কি হ্যালি মনে করিয়ে দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র জাতিসংঘে সবচেয়ে বেশি অর্থ দিয়ে থাকে।
জাতিসংঘ সনদ অনুযায়ী, সংস্থাটি পরিচালনার জন্য বার্ষিক যে বাজেট হয় তার ২২ শতাংশ বহন করে যুক্তরাষ্ট্র। ২০১৭-১৮ অর্থবছরে তারা এ বাবদ ১.২ বিলিয়ন ডলার খরচ করেছে। এছাড়াও একই বছরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে ৬.৮ বিলিয়ন ডলার ব্যয় বহন করেছে যুক্তরাষ্ট্র যা প্রায় ২৮.৫ শতাংশের সমান। সূত্র: এপি
Comments