প্রাথমিক দলে সোহানকে না রাখার ব্যাখ্যা দিলেন মিনহাজুল

জাতীয় দলের মূল স্কোয়াডে আসা যাওয়ার মধ্যেই ছিলেন নুরুল হাসান সোহান। তবে সব সময়ই নিয়মিত ছিলেন প্রাথমিক দলে। এবার ৩২ জনের বিশাল প্রাথমিক দলেও জায়গা হয়নি তার
Nurul Hasan Sohan
বিপিএলে সিলেট সিক্সার্সকে রোমাঞ্চকর ম্যাচ জেতানোর হিরো নুরুল হাসান সোহানকে নিয়ে নাসিরের উল্লাস। ছবি: ফিরোজ আহমেদ (ফাইল)

জাতীয় দলের মূল স্কোয়াডে আসা যাওয়ার মধ্যেই ছিলেন নুরুল হাসান সোহান। তবে সব সময়ই নিয়মিত ছিলেন প্রাথমিক দলে। এবার ৩২ জনের বিশাল প্রাথমিক দলেও জায়গা হয়নি তার। সোহানকে না রাখার ব্যাখ্যা দিলেন  প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের ৩২ জনের প্রাথমিক দলে উইকেটকিপার ব্যাটসম্যান তিনজন। মুশফিকুর রহিমের সঙ্গে আছেন লিটন দাস ও মোহাম্মদ মিঠুন। মিঠুন সুযোগ পেয়েছেন মূলত বিপিএলের ব্যাটিং পারফরম্যান্স দিয়ে। উইকেটকিপার হিসেবে প্রশংসা পেলেও সোহানের সুযোগ মেলেনি দলে একাধিক উইকেটকিপার থাকায়,  'সোহানের ব্যাপারটা হলো, এনসিএলের পারফরম্যান্স দেখেছি। উইকেটকিপারের  অনেকগুলো প্রতিযোগিতায় আছে। সবকিছু মাথায় রেখেই সিদ্ধান্তটা নেয়া হয়েছে। এমন না যে ও আমাদের নজরের বাইরে।'

বিপিএলে কেবল এক ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন সাদমান ইসলাম। খুব বেশি কিছু করতে পারেননি। গেল অক্টোবরে এ দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে একটা সেঞ্চুরি ও একটা ফিফটি পেয়েছিলেন। তবে ঘরোয়া পর্যায়ে ধারাবাহিকতার অভাব ছিল তার। দীর্ঘ পরিসরের কথা চিন্তা করেই বিবেচনা করা হয়েছে সাদমানকে,   'ও আমাদের এইচপির খেলোয়াড়। লংগার ভার্সনে আমরা কিছু ওপেনারের খোঁজে আছি। যেটা আমরা এইচপিতে দেখেছি এবং শেষ আয়ারল্যান্ড সিরিজে হোমে যেটা ‘এ’ দলের সঙ্গে খেলা হয়েছিল ওখানে যথেষ্ট ভালো করেছে লংগার ভার্সনে।'

ত্রিদেশীয় সিরিজের সময়েই শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। বিসিএলের জন্য চার ফ্রেঞ্চাইজির দল গড়ার ৮০ ভাগ কাজও সেরে ফেলেছেন নির্বাচকরা।  

' আমরা চাইছি এনসিএলে যারা সেরা পারফরমার আছে ওরা যেন সুযোগ দিতে পারি। সঙ্গে এইচপির খেলোয়াড়রা আছে। তারপর জাতীয় দলের যারা টেস্ট খেলবে তাদেরকে যেন সুযোগ দিতে পারি।' 

 

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

2h ago