ডিক্যাব নির্বাচনে রেজাউল করিম সভাপতি, মাহফুজ মিশু সাধারণ সম্পাদক
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব)-এর সভাপতি পদে আবারো নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের রেজাউল করিম লোটাস। সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের মাহফুজ মিশু।
আজ (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে ২০১৮ সালের নির্বাহী কমিটির ১১জনকে নির্বাচিত করা হয়।
সংগঠনটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইউএনবি-র একেএম মঈন উদ্দিন।
ডিবিসি নিউজের ইশরাত জাহান উর্মি যুগ্ম সম্পাদক, মানবজমিনের মিজানুর রহমান কোষাধ্যক্ষ এবং জনকণ্ঠের তৌহিদুর রহমান দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়াও, যুগান্তরের মাসুদ করিম, ইত্তেফাকের মাঈনুল আলম, প্রথম আলোর রাহীদ এজাজ, সংবাদের সালাম জোবায়ের ও বাংলা ট্রিবিউনের শাহরিয়ার জামান সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এই ভোট গ্রহণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এম শফিকুল করিম। অপর দুই কমিশনার ছিলেন শ্যামল দত্ত ও নিজাম উদ্দিন।
এর আগে রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে ডিক্যাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী সাধারণ সম্পাদক পান্থ রহমান ও কোষাধ্যক্ষ নুরুল ইসলাম হাসিব বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
Comments