[ভিডিও] বড় পর্দায় ‘বেটে’ শাহরুখ

এ বছর বলিউড বাদশাহ শাহরুখ খানকে এক ভিন্ন চেহারায় দেখবেন বিশ্ববাসী। এর একটি নমুনাও দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই সূত্র ধরে গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে খবরটি।

এ বছর বলিউড বাদশাহ শাহরুখ খানকে এক ভিন্ন চেহারায় দেখবেন বিশ্ববাসী। এর একটি নমুনাও দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই সূত্র ধরে গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে খবরটি।

পূর্ব ঘোষণা অনুযায়ী কিং খান ও পরিচালক আনন্দ এল রাই তাঁদের নতুন চলচ্চিত্রের নাম প্রকাশ করেছেন ইংরেজি নববর্ষের প্রথম দিনে। ছবিটির এক-মিনিটের একটি ভিডিও ক্লিপও জুড়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

‘জিরো’ শিরোনামের এই চলচ্চিত্রের টিজার ক্লিপে শাহরুখকে ‘বেটে’ করে দেখানো হয়েছে। ছোট দেহাবয়ব নিয়ে এই অভিনেতাকে একটি আসরে গান গাইতে ও নাচতে দেখা যায়।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। এটি আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে বলেও জানানো হয়েছে পরিচালকের পক্ষ থেকে।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

12h ago