হ্যালসেলও বলছেন, মাশরাফিরাই ফেভারিট
প্রধান কোচ নেই, সহকারি কোচ রিচার্ড হ্যালসেলও ছিলেন ছুটিতে। ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে বুধবার দলের সঙ্গে যোগ দিয়েছেন হ্যালস্যাল। জানিয়েছেন বাড়তি দায়িত্বের কথা, শুনিয়েছেন আশাবাদ।
এখনো কোন ত্রিদেশীয় টুর্নামেন্টের শিরোপা জেতেনি বাংলাদেশ। আছে অনেক আক্ষেপের গল্প। তবে ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা, তামিম ইকবাল রাখঢাক না রেখেই এবার ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকেই ফেভারিট বলে দিয়েছেন। তাদের সঙ্গে একমত হ্যালসেলও। টাইগারদের ফেভারিট বলার ব্যাখ্যাও দিয়েছেন, 'হ্যাঁ আমিও তাই মনে করি। শ্রীলঙ্কায় খারাপ সময় যাচ্ছে। যদিও তারা ভালো দল, ভালো প্লেয়ার আছে। কিন্তু দেখুন মিরপুরে ইংল্যান্ড ছাড়া বাংলাদেশকে গত দুই, তিন বছরে কেউ হারাতে পারেনি। '
প্রধান কোচ চণ্ডিকা হথুরুসিংহের জায়গা ফাঁকা। তিনি আসবেন শ্রীলঙ্কার কোচ হয়ে। সহকারী কোচ হলেও অন্তভর্তি হেড কোচের পদ জুটেনি হ্যালসেলের। তবে পদ নিয়ে চিন্তিত নন জিম্বাবুয়েতে জন্ম নেয়া সাবেক এই ক্রিকেটার, 'পদের কি নাম হলো তা নিয়ে আমি একদম ভাবিত নই। বাংলাদেশ দলের একজন সাপোর্ট স্টাফ হিসেবে আমি আমার দায়িত্বের শতভাগ পালন করতে চাই।'
পদ ভারি না হলেও হাথুরুসিংহে না থাকায় কাজের ভার বেড়ে যাচ্ছে অনেক। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মিলে সেই ভার সামলাতে প্রস্তুত তিনি, 'চণ্ডিকা না থাকায় হয়ত বাড়তি দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশের দারুণ কিছু সিনিয়র প্লেয়ার আছে। তারা আরও বেশি সম্পৃক্ত হতে পারে, বাড়তি দায়িত্ব নিতে পারে।'
Comments