আবার শুরু হচ্ছে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা

তিন বছর বিরতির পর আবার শুরু হচ্ছে জনপ্রিয় লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা।
Lux Channel-i beauty contest
৩ জানুয়ারি ২০১৮, তিন বছর বিরতির পর আবার এলো জনপ্রিয় লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ঘোষণা। ছবি: স্টার

তিন বছর বিরতির পর আবার শুরু হচ্ছে জনপ্রিয় লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা।

ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে এবারের লাক্স-সুন্দরী প্রতিযোগিতার প্রক্রিয়াটিও হবে ডিজিটালভাবে। আগ্রহীরা লাক্স বাংলাদেশ (LuxBangladesh)-এর ফেসবুকে পেজ অথবা www.luxsuperstar.com ওয়েবসাইটে গিয়ে খুব সহজে নিয়মাবলী মেনে সম্পন্ন করতে পারবেন নিবন্ধন প্রক্রিয়া।

আজ (৩ জানুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন প্রতিযোগিতার আয়োজক সংস্থা ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের পর্বে বিচারকের আসনে থাকছেন তাহসান খান। তাঁর সঙ্গে প্রথমবারের মতো বিচারক হিসেবে থাকছেন মডেল সাদিয়া ইসলাম মৌ এবং আরেফিন শুভ।

সংবাদ সম্মেলনে তাহসান খান বলেন, “আমি এর আগেও লাক্স সুপারস্টারের বিচারকের দায়িত্ব পালন করেছি। তখন জুনিয়র বিচারক ছিলাম। এবার সিনিয়র বিচারক হয়েছি। তাই দায়িত্বটাও অনেক বেশি। আশা করি ভালোভাবেই এ দায়িত্ব পালন করতে পারব।”

আরিফিন শুভ বলেন, “আমি প্রথমবারের মতো বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছি। বিষয়টি নিয়ে আমি খুব এক্সাইটেড রয়েছি। প্রতিযোগীদের সৌন্দর্যের বিভিন্ন দিক খুঁজে বের করার চেষ্টা করবো।”

উল্লেখ্য, সংবাদ সম্মেলনের পরপরই প্রতিযোগিতার নিবন্ধীকরণের প্রক্রিয়া শুরু হয়ে যায়।

Comments