কিমের মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবার পরামর্শ হোয়াইট হাউজের

Sarah Sanders at White House
ডোনাল্ড ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে কি না জিজ্ঞাসা করা হলে বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মানসিক স্বাস্থ্য নিয়ে আমেরিকানদের ভাবার পরামর্শ দেন। ছবি: এএফপি ফাইল ফটো

‘নিউক্লিয়ার বোতামের আকার’ নিয়ে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা প্রসঙ্গে হোয়াইট হাউজের তরফে বলা হয়েছে, নিজেদের প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য নয় বরং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মানসিক সুস্থতা নিয়ে আমেরিকানদের উদ্বিগ্ন হওয়া উচিত।

বছরের প্রথম দিনই কিম জং উন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছেন, পারমাণবিক হামালার বোতামটি সবসময় তার ডেস্কের ওপরই থাকে। এর জবাবে মঙ্গলবার ট্রাম্প টুইটে বলেন, তার টেবিলেও নিউক্লিয়ার বোতাম রয়েছে। আর তার বোতামটি কিমের বোতামের চেয়ে বড় ও শক্তিশালী।

 

এই টুইট নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়। বিশেষ করে বিরোধী ডেমোক্রেটিক শিবির থেকে প্রেসিডেন্টের দিকে তোপ দাগা হয়। সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “এটা কোনো খেলা নয়।” কানেক্টিকাট রাজ্যের ডেমোক্রেট নেতা জিম হাইমস সিএনএনকে বলেন, “আমার মনে হয় প্রেসিডেন্ট ভেবেছেন এভাবে ক্ষমতা জাহির হয়। কিন্তু স্কুলের বাচ্চারাও জানে, যে সবচেয়ে অসার সেই সবচেয়ে বেশি তর্জন গর্জন করে।”

হোয়াইট হাউজের নিয়মিত প্রেস ব্রিফিংয়েও ট্রাম্পের টুইট নিয়ে প্রশ্ন ওঠে। পারমাণবিক হামলার হুমকি নিয়ে এরকম খেলো সুরে কথা বলা প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য নিয়ে আমারিকাবাসীর উদ্বিগ্ন হওয়া উচিৎ কি না প্রশ্ন করা হলে হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স বলেন, “উত্তর কোরিয়ার নেতার মানসিক সুস্থতা নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণ ও প্রেসিডেন্টের উদ্বিগ্ন হওয়া উচিত।”

Comments

The Daily Star  | English

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

43m ago