আইপিএলে দল না পেলেও ‘ব্যাপার না’ সাকিবের

২০১১ সাল থেকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ডেরায় ছিলেন সাকিব আল হাসান। এবার তাকে ছেড়ে দিয়েছে তারা। সাকিব এখন আইপিএলে নিলামের জন্য উন্মুক্ত। সেই নিলামে দল না পেলেও সমস্যা দেখছেন না বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
Shakib Al Hasan

২০১১ সাল থেকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ডেরায় ছিলেন সাকিব আল হাসান। এবার তাকে ছেড়ে দিয়েছে তারা। সাকিব এখন আইপিএলে নিলামের জন্য উন্মুক্ত। সেই নিলামে দল না পেলেও সমস্যা দেখছেন না বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

২৭ ও ২৮ জানুয়ারি বাংলাদেশের মোট ৮ ক্রিকেটারের নাম উঠবে আইপিএলের নিলামে। কলকাতা নাইট রাইডার্স প্রতিবার তাকে ধরে রাখায় নিলাম পর্যন্ত যেতে হতো না থাকে। এবার ৮ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে আছেন তিনিও। নিলামে কি হবে তা পরের বিষয়। তবে সাকিব নির্বিকার ভঙ্গিতে জানিয়ে দিলেন হলে ভালো, না হলেও কিছু আসে যায় না, ‘এখানে কেমন লাগার কোন বিষয় নেই। নিলামে নাম থাকবে যদি কেউ পিক করে তাহলে আলহামদুলিল্লাহ্‌। আর না করলে কোন ব্যাপার না।’

গতবার ২ কোটি ৮০ লাখ রুপিতে সাকিবকে ধরে রেখেছিল শাহরুখ খানের দল। তবে সেবার মাত্র এক ম্যাচেই মাঠের নামার সুযোগ পেয়েছিলেন  আন্তর্জাতিক টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার। সাকিবকে ছেড়ে দিতে আইপিএলের নয়া নিয়মের প্যাচেও পড়েছে কলকাতার ফ্রেঞ্চাইজি। গতবার যেখানে ১৪ জন খেলোয়াড়কে ধরে রাখতে পেরেছিল, এবার তিনজনের বেশি ধরে রাখারই সুযোগ নেই।

গেল দুই মৌসুমে কলকাতার হয়ে খেলা একমাত্র বাঙালি ক্রিকেটার ছিলেন সাকিব। এবার তাকে ছেড়ে দিলেও নিলাম থেকে ফের দলে নেওয়ার সুযোগ থাকছে তাদের। শেষ পর্যন্ত সাকিব কোন দলে খেলে তা জানা যাবে ২৮ জানুয়ারি।

 

Comments

The Daily Star  | English

10-day remand sought for Mozammel, Shyamal, Shahriar

Police today sought a 10-day remand for senior journalists Mozammel Babu, Shyamal Dutta and former president of the Ekattorer Ghatak Dalal Nirmul Committee Shahriar Kabir in two murder cases

49m ago