এমসিসির সভায় যেতে ‘পড়াশোনা’ করতে হচ্ছে সাকিবকে

এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সভায় সব এজেন্ডে এসে গেছে হাতে। সভায় যোগ দিতে দুদিন পরই ধরতে হবে সিডনির বিমান। তার আগে ভারি ভারি সব কাগজপত্র পড়ে রীতিমতো প্রস্তুত হতে হচ্ছে সাকিব আল হাসানকে।
সাকিব আল হাসান
ফাইল ছবি: সাকিব আল হাসান

এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সভায় সব এজেন্ডে এসে গেছে  হাতে। সভায় যোগ দিতে দুদিন পরই ধরতে হবে সিডনির বিমান। তার আগে  ভারি ভারি সব কাগজপত্র পড়ে রীতিমতো প্রস্তুত হতে হচ্ছে সাকিব আল হাসানকে।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে গত অক্টোবরে এমসিসির সম্মানজনক ক্রিকেট কমিটিতে জায়গা পান সাকিব। ক্রিকেটের নীতি নির্ধারনী মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)’র কোন কমিটিতে স্থান পাওয়াটাই বিশাল সম্মান। নামডাকওয়ালা তারকাদের সঙ্গে সাকিবকে রাখ হয়েছে ক্রিকেট কমিটিতে।

বর্তমান ও আগামীর ক্রিকেট নিয়ে আলোচনার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তারজন্য নিতে হচ্ছে ভালো প্রস্তুতি,  ‘প্রস্তুতি থাকবে। কারণ অনেকগুলো এজেন্ডা নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা হবে। ওই এজেন্ডাগুলো আমি জানি। এখন যেটা হবে এইগুলো নিয়ে একটু পড়াশুনার বিষয় আছে। একটু বোঝার ব্যাপার আছে। এইগুলো নিয়ে যেহেতু আলোচনা হবে তাই অপ্রস্তুত অবস্থায় তো যাওয়া ঠিক হবে না।’

ব্যাট-বলের মুন্সিয়ানা দিয়ে বাংলাদেশের নাম ছড়িয়েছেন সাকিব। এবার তার এমন সম্মানজনক কমিটিতে থাকায় সম্মানিত হচ্ছে দেশও, ‘রোমাঞ্চিত অবশ্যই। আমার কাছে মনে হয় এটা অনেক বড় সম্মাননা। পাশাপাশি দায়িত্বও। এর আগে যখন এই মিটিং হয়েছে তখন বাংলাদেশের কেউ ছিলোনা। আমরা কি সুবিধা পাই কিংবা কি অসুবিধা মোকাবেলা করি এসব নিয়ে ওদের ধারণা কম থাকতো। যেগুলো আমি হয়তো শেয়ার করতে পারবো।’

কদিন আগে চারদিনের টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। সাদা পোশাকে খেলার আগামী কি হবে, কোনটা হলে আসলে ভালো হবে আলাপ হবে এসব নিয়েও, ‘টেস্ট ক্রিকেট নিয়েই অনেক কিছু আছে। এইগুলোই ওইখানে আলোচনা করবে এবং চিন্তা করবে কোনটা করলে আসলে ভালো হয় না হয়।’

৯ ও ১০ জানুয়ারি দুদিনের সভায় নির্দিষ্ট এজেন্ডার বাইরেও সুযোগ থাকলে কথা বলতে চান শীর্ষ অলরাউন্ডার, ‘দুইদিন যে মিটিং হবে দুই দিনের এজেন্ডা সব দেওয়া আছে। বাইরে যদি আলোচনার সুযোগ আসে তবে সেটা করা যাবে।’

সাকিবের সঙ্গে এই কমিটিতে নতুন যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার সুজি বেটস, সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান পেসার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ, শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার ও বর্তমানে আম্পায়ার কুমার ধর্মসেনা।

 

সম্মানজনক এই কমিটিতে আগে থেকেই ছিলেন রডনি মার্শ, সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাককালাম, কুমার সাঙ্গাকারা, টিম মে, রমিজ রাজা। এই কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক গ্যাটিং।

সভায় যোগ দিতে শনিবার রাতে উড়াল দেবেন সাকিব। এই কমিটির পরের সভায় হবে ৬ ও ৭ আগস্ট ইংল্যান্ডের লর্ডসে।

 

Comments