সোনালী, রূপালী, জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত
সোনালী, রূপালী এবং জনতা ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা, কর্মকর্তা এবং ক্যাশ কর্মকর্তার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট। এই পদগুলোর জন্যে নিয়োগ পরীক্ষা আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট আজ (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের দেওয়া ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ওপর এই স্থগিতাদেশ দেন।
এই আদেশে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে জানতে চাওয়া হয়, ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আগে কেন ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে না।
২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করা ২৮জন প্রার্থীর রিটের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।
এর আগে গত ২৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক আটটি সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১,৬৬৩ খালি পদের জন্যে পরীক্ষা ১২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে।
সেদিন প্রার্থীদের বিকেল সাড়ে ৩টা থেকে এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছিলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭টি, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১টি, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১টি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৭০টি পদ রয়েছে।
Comments