‘যথেষ্ট ভালো খেলেই সুযোগ করে নিয়েছে এনামুল’
প্রধান নির্বাচক মনে করেন পারফর্ম করে সুযোগটা এনামুল অর্জন করে নিয়েছেন।
এনামুল হক বিজয় সর্বশেষ ওয়ানডে খেলেছেন প্রায় তিন বছর আগে। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ওই ম্যাচে চোটে পড়ে ছিটকে যান। সেরে উঠে জায়গা হারান দারুণ খেলতে থাকা ‘বন্ধু’ সৌম্য সরকারের কাছে। এবার সৌম্যের খারাপ ফর্মে ফের সুযোগ মিলল তার। প্রধান নির্বাচক মনে করেন পারফর্ম করে সুযোগটা এনামুল অর্জন করে নিয়েছেন।
এবার জাতীয় ক্রিকেট লিগে দুই ডাবল সেঞ্চুরি করেন সর্বোচ্চ ৬১৯ রান। বিপিএলেও টুকটাক রান পেয়েছেন, দুই ফিফটি করে নির্বাচকদের দুয়ারে কড়া নেড়েছেন। তার এসব নৈপুণ্য নজর এড়ায়নি নির্বাচকদেরও, ‘এনামুল হকের কথা বলতে পারি। যথেষ্ট ভালো খেলেই সুযোগ করে নিয়েছে। দুই বছর ধরেই পারফরম্যান্স করছে। আশা করি সে এখানে ভালো করতে পারবে।’
দলে জায়গা হারানোর আগে ৩০টি ওয়ানডে খেলেন এনামুল। ৩৫.১৮ গড়ে করেছেন ৯৫০ রান, স্ট্রাইক রেট ৭০ এর ঘরে। তিনটি করে সেঞ্চুরি আর ফিফটি আছে তার। এবার তার সামনে জায়গা ধরে রাখার সুযোগ।
Comments