তাসকিন-সৌম্যদের নিয়ে বিসিএল শুরু মঙ্গলবার

বাংলাদেশ ক্রিকেট লিগ BCL

ওয়ানডে দল থেকে বাদ পড়া সৌম্য সরকার, তাসকিন আহমেদদের নিয়ে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। নিষেধাজ্ঞা কাটিয়ে ফ্রেঞ্চাইজিভিত্তিক এই আসরে খেলার অনুমতি পেয়েছেন মোহাম্মদ আশরাফুলও।

দেশের আট বিভাগকে ভাগ করে এবারও দল থাকছে চারটি। প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল।আর বিকেএসপিতে পূর্বাঞ্চলের বিপক্ষে খেলবে দক্ষিণাঞ্চল।

তাসকিন-সৌম্য ছাড়াও সদ্য  জাতীয় দলে খেলা তারকাদের মধ্যে খেলছেন মুমিনুল হক, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, শুভাশিস রায়রা।

বিসিএলের তিন রাউন্ডের সূচি দেওয়া হয়েছে। পরের ম্যাচগুলো শুরু হবে ১৫ ও ২১ জানুয়ারি। তিন রাউন্ড শেষে ঢাকা প্রিমিয়ার লিগের জন্য বিরতি পড়বে প্রথম শ্রেণীর এই টুর্নামেন্টে।

যাদের নাম আছে চার দলের স্কোয়াডে



ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল : মুমিনুল হক, লিটন কুমার দাস, অলক কাপালী, তাসামুল হক, ইয়াসির আলী রাব্বি, জাকির হাসান, ইমতিয়াজ হোসেন চৌধুরী, সোহাগ গাজী, আবুল হোসেন রাজু, আবু জায়েদ চৌধুরী রাহী, মেহেদী মারুফ, এনামুল হক জুনিয়র, হোসেন আলী, মোহাম্মদ আশরাফুল ও নাজমুল ইসলাম অপু।

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল : সৌম্য সরকার, তুষার ইমরান, মেহেদী হাসান, ফজলে রাব্বি মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, আল আমিন জুনিয়র, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, সাকলাইন সজীব, কামরুল ইসলাম রাব্বী, শাহরিয়ার নাফীস আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও দেলোয়ার হোসেন।

ওয়ালটন মধ্যাঞ্চল : সাদমান ইসলাম অনিক, রনি তালুকদার, মাহমুদউল্লাহ, তাইবুর রহমান পারভেজ, মার্শাল আইয়ুব, শুভাগত হোম চৌধুরী, তানবীর হায়দার খান, মোশারফ হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ শরীফ, রকিবুল হাসান, আরাফাত সানি, ইরফান শুক্কুর, তাসকিন আহেমদ ও মেহরাব হোসেন জুনিয়র।

বিসিবি উত্তরাঞ্চল : নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকি, ধীমান ঘোষ, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, শুভাশিস রায়, জহুরুল ইসলাম, শরীফুল ইসলাম, নিহাদুজ্জামান, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, ইমরান আলী ও মাহমুদুল হাসান লিমন।

বাংলাদেশ ক্রিকেট লিগ

Comments

The Daily Star  | English

Air raid sirens in Tel Aviv, north Israel after missile warning

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

11h ago